বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নৃ-গোষ্ঠীকে সমঅধিকার দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নৃ-গোষ্ঠীকে সমঅধিকার দিতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও এ দেশের নাগরিক। দেশ স্বাধীনের মূলমন্ত্র এবং সংবিধান অনুযায়ী দেশে সব নাগরিক সমান অধিকার পাবে। কোনো বৈষম্য হবে না। নৃ-গোষ্ঠীদের সমঅধিকার দিতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসীসহ প্রান্তিক মানুষের ভূমি থেকে উচ্ছেদ এবং তাদের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আদিবাসী ফোরাম, এএলআরডি, কাপেং ফাউন্ডেশনসহ ১৭টি সংগঠন এই সেমিনারের আয়োজন করে। সুলতানা কামাল বলেন, ধর্মীয়, ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর দেশান্তর রোধ এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে সুরক্ষা আইন ও পৃথক কমিশন গঠন জরুরি। সেমিনারে আরও বক্তব্য দেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, নারীনেত্রী ও এএলআরডির চেয়ারপারসন খুশী কবির, চাকমা রানী ইয়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

সর্বশেষ খবর