সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এনআরসি নিয়ে উসকানিতে মমতা ও কংগ্রেস : মোদি

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে উসকানিমূলক রাজনীতি করার অভিযোগ করলেন। দৈনিক টাইমস অব ইন্ডিয়া এবং সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো ভারতীয়কে দেশছাড়া হতে হবে না। তবে ‘বাংলাদেশি’ বিষয়ে নীরব রয়েছেন। প্রধানমন্ত্রী মোদি মমতা প্রসঙ্গে বলেন, ‘যারা নিজেদের ওপর আস্থা হারিয়েছেন এবং জনপ্রিয়তা ও দেশের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস হারিয়েছেন তারাই এই এনআরসি নিয়ে গৃহযুদ্ধ, রক্তপাত, দেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা বলছেন।’ মোদি আরও বলেন, মমতা ব্যানার্জির মনে রাখা উচিত তিনি ২০০৫ সালে লোকসভায় বাংলাদেশি নিয়ে কী বলেছিলেন? তখন তিনি ঠিক নাকি আজ ঠিক?’ তিনি এও বলেন, ‘কংগ্রেস এনআরসি নিয়ে রাজনীতি করছে। এনআরসির ইতিহাস তিন দশকের পুরনো। তখন রাজীব গান্ধী জনতার চাপে পড়ে আসাম চুক্তি করেছিলেন। তারপর আসামে কংগ্রেস অনেকবার জয়ী হয়েছে। কিন্তু এনআরসি নিয়ে কিছু করেনি। লোককে বিভ্রান্ত করেছে। কংগ্রেস জানত এই সমস্যা রয়েছে, কিন্তু ভোটব্যাংক রাজনীতি করার জন্য সমস্যা জিইয়ে রেখেছিল।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘এনআরসি নিয়ে যত উদ্বেগ রয়েছে তার যথাযথ সমাধান করা হবে। সবাইকে সুযোগ দেওয়া হবে। এনআরসি বাস্তবায়ন আমাদের প্রতিশ্রুতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এর রূপায়ণ হবে। তিনি বলেন, এটা নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক। মানুষ আমাদের ভোট দিয়েছে এই এনআরসি রূপায়ণ করার জন্য। এরপর তিনি টাইমস অব ইন্ডিয়ার সাক্ষাৎকারে বলেন, ১৯৭২ সালের ইন্দিরা-মুজিব চুক্তি এবং আসাম চুক্তি অনুসারে অবৈধ অনুপ্রবেশকারী রোধ একটা শর্ত ছিল। যেটা রয়েছে সেটা একটি খসড়া তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ন্যায্য বিচার করা হচ্ছে সবার সঙ্গে। এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী লোকসভা ভোটে বিজেপি আগের থেকে বেশি আসন নিয়ে ফিরবে।’

সর্বশেষ খবর