বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
প্রধান বিচারপতি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন আমাদের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন আমাদের দায়িত্ব

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। সেই স্বপ্ন পূরণ হলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। জাতীয় শোক দিবসে গতকাল সকালে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাটিকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ সুপ্রিম কোর্ট আয়োজিত এ রক্তদান কর্মসূচিতে সহযোগিতা দেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে এর আগে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কোরআন খতম, বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর