বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সরকার ১/১১’র চেয়ে খারাপ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘এক-এগারোর অবৈধ সরকার খালেদা জিয়াকে কারাবন্দী করেছিল। তারা তাঁকে মুক্তি দিতেও বাধ্য হয়েছিল। সেই সরকারের চেয়েও  খারাপ বর্তমান ‘ফ্যাসিস্ট’ সরকার।’ গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপির কারাবন্দী চেয়ারপারসনের ৭৪তম ‘জন্মদিন’ উপলক্ষে এবং তাঁর কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়েও দোয়ার আয়োজন করা হয়। সারা দেশের জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে দেশব্যাপী কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম, শাম্মী আকতার, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার মানুষের সব অধিকার দখল করেছে। খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন পরিচালনা করতে সরকারকে বাধ্য করতে হবে।’  বিএনপির এই  নেতা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বেগম জিয়াকে মুক্ত করা। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই করতে হবে। এ সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এমন একমুহূর্তে আমরা খালেদা জিয়ার জন্মদিনে দোয়া করার জন্য উপস্থিত হয়েছি, যখন তিনি এই সরকারের চক্রান্তে কারারুদ্ধ রয়েছেন। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের কয়েকজন ব্যক্তির মধ্যে একজন।’ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, তুলে  নেওয়া হচ্ছে।  মেয়েদেরও  রেহাই দেওয়া হচ্ছে না।’

খুলনায় দোয়া মাহফিল : বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা করে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমির এজাজ খান, কামরুজ্জামান টুকু প্রমুখ।

সর্বশেষ খবর