রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুক্তিপণের জন্য ছাত্র অপহরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে অপহরণ হওয়া ৮ বছরের শিশু সামিরকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের অভিযোগে মইনুল ইসলাম নামে শিশুটির শিক্ষককে আটক করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-৩-এর সিপিসি-২ স্কোয়াড কমান্ডার এএসপি রবিউল ইসলাম এ তথ্য  জানান। জানা যায়, গ্রেফতার মইনুল ইসলাম নোয়াখালীর সোনাপুর সাঈদাতুল আবরার মাদ্রাসায় শিক্ষকতা করতেন। নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে তিনি। তবে তিনি হাতিরঝিল সংলগ্ন মধুবাগ এলাকায় দীর্ঘদিন অবস্থান করে প্রাইভেট পড়ানোর কাজ করতেন। সেই সুবাদে অপহরণ হওয়া সামিরের বাবা মায়ের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে ওঠে এবং তিনি সামিরকে গত এক বছর ধরে প্রাইভেট পড়াচ্ছিলেন।  র‌্যাব-৩ জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার সামিরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে নিয়ে যান মইনুল ইসলাম। এরপর থেকে আর সামিরের খোঁজ পাওয়া যায় না। এমনকি মইনুলের মোবাইলে ফোন করেও তার সন্ধান পায়নি সামিরের পরিবার। সামিরের বাবা কাওসার আহমেদ পিন্টু হাতিরঝিল এলাকায় মাইক্রোবাস চালান। সেই মাইক্রোবাসে একটি চিরকুটে সামিরের মা মুক্তি বেগম সম্পর্কে আজেবাজে কথা লেখা ছিল। এ ছাড়া সামিরকে ছাড়াতে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয় ওই চিরকুটে। সেই টাকা অন্য কেউ নিয়ে এলে চলবে না। সামিরের মা মুক্তিকে টাকা নিয়ে যেতে বলা হয়। চিরকুটে একটি ফোন নম্বর লেখা ছিল। শুক্রবার সকালে ওই নম্বরে যোগাযোগ করা হলে হাজী ক্যাম্প এলাকায় যেতে বলেন মইনুল। তখন সামিরের পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পেয়ে র‌্যাব মাঠে নামে। প্রযুক্তির সহায়তায় তারা মইনুলের অবস্থান জানতে পেরে তাকে বিমানবন্দর স্টেশন এলাকায় ঘিরে রাখে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা। পরে সামিরের মা মুক্তি বেগম টাকা নিয়ে রেললাইনের ওপর থেকে ফোন করলে মইনুল এগিয়ে যায় টাকা নিতে। ছেলেকে দিয়ে টাকা হাতে নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর