সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যদি আবার আপনাদের অপশাসন ফিরে আসে তাহলে দেশের গণতন্ত্রের সর্বনাশ হয়ে যাবে। এজন্য আমরা ঐক্যের ডাক দিয়েছি। কোনো হুমকিতে কাজ হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অতীতে সংবিধান সংশোধন করে কীভাবে নিরপেক্ষ সরকার গঠন করতে হয় তার দৃষ্টান্ত রয়েছে। রাতে সংসদ ডেকে সংবিধান সংশোধন করা হয়েছে।

বিকল্পধারা বাংলাদেশ-এর সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে গতকাল রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রজন্ম বাংলাদেশের চেয়ারম্যান ও বিকল্পধারার  যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক এমপি শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা আপনারা সবাই এ দেশের সন্তান। নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন। কোনো ধরনের ভয়ভীতির মধ্যে থাকবেন না। তিনি বলেন, এ দেশকে কোনো দালালের খপ্পরে পড়তে দেওয়া হবে না। কেউ দালালি করবেন না। দালালদের এ দেশ থেকে চিরতরে উচ্ছেদ করা হবে। অপরদিকে তরুণদের উদ্দেশ্য করে বলেন, তরুণরা ঐকবদ্ধ হলে কোনো ষড়যন্ত্র কিছুই করতে পারবে না।

সর্বশেষ খবর