সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলাম না : সিনহা

নিউইয়র্ক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। গতকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আত্মজীবনী ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড  ডেমোক্রেসি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি নিজেই এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে কখনই জড়িত ছিলাম না, এখনো হইনি। রাজনীতিকে আমি মনেপ্রাণে ঘৃণা করি। কারণ, রাজনীতির নামে বাংলাদেশে যা ঘটছে তাতে কোনো সভ্য মানুষের পক্ষে অংশগ্রহণ সম্ভব নয়।’

ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিচারপতি সিনহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসা স্ট্যাটাস বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এখন পর্যন্ত এখানে আমার কোনো স্ট্যাটাস নেই। আমি একজন শরণার্থী। ভিসা শেষ হলে আমি যেন থাকতে পারি, সেজন্য এখানকার কর্তৃপক্ষকে হয়তো সাহায্য করার জন্য অনুরোধ করব। এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ‘শরণার্থী অবস্থায়’ থাকায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি নেই জানিয়ে বিচারপতি সিনহা বলেন, যুক্তরাজ্য, জেনেভা ও ইউরোপীয় ইউনিয়নে বক্তৃতা করার আমন্ত্রণ থাকলেও এই কারণে যেতে পারছি না। তিনি বলেন, আমি লড়ছি আইনের শাসনের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য। কারণ, বাংলাদেশে এখন আইনের শাসন বলতে কিছুই নেই। সিনহা বলেন, ‘অনেক বাধার পর আমি বইটা প্রকাশ করতে পেরেছি। আমার লক্ষ্য কী ছিল, আমি কী করতে  চেয়েছিলাম, আর প্রধান বিচারপতির চেয়ারে বসার পর আমি কী দেখলাম— তা এই বইয়ে তুলে ধরেছি। তিনি বলেন, বইটি প্রকাশ করার জন্য শুরুতে কারও কাছ  থেকে সহযোগিতা পাইনি, কোনো অর্থায়নও পাইনি, এমনকি প্রকাশকও পাইনি। তিনি বলেন, শিগগিরই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হবে, সেখানে ‘আরও অনেক তথ্য’ সন্নিবেশিত হবে। মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও থিঙ্কট্যাংক ‘উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার’র সিনিয়র পলিসি স্কলার উইলিয়াম মাইলাম। তিনি বলেন, ‘আমি এখনো বইটি পড়িনি। তবে আমি কিছু কিছু বিষয় অবলোকন করেছি।’

সর্বশেষ খবর