বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

লাঙ্গলের অপেক্ষায় রয়েছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

লাঙ্গলের অপেক্ষায় রয়েছে মানুষ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকেই ফের ক্ষমতায় দেখতে চায়। তাই লাঙ্গলে ভোট দেওয়ার অপেক্ষায় আছে জনগণ। মঙ্গলবার বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। বিজয়ের পথে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নেতা-কর্মীদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান এরশাদ। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার ও শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শারাফত হুসাইন, বায়তুল মাল সম্পাদক আজিজুর রহমান হেলাল ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা। জাপা কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি : জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কয়েকদিন ধরে কিছু অনলাইন সংস্থা এবং পত্রিকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভুয়া প্রার্থী তালিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করে দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর চূড়ান্তভাবে পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর আসনভিত্তিক প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হবে।

সর্বশেষ খবর