বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পূজায় পূর্ণ নিরাপত্তা থাকবে

নিজস্ব প্রতিবেদক

পূজায় পূর্ণ নিরাপত্তা থাকবে

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সুদৃঢ়, কঠোর, নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিশ্চিন্তে উৎসব করুন, পুলিশ নিরাপত্তা দেবে। দুর্গাপূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবারের দুর্গাপূজা ঢাকা মহানগরীতে ২৩০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপের গুরুত্বানুযায়ী বিভিন্ন শ্রেণিতে নিরাপত্তা ব্যবস্থা বিভক্ত করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে ডিএমপি প্রস্তুত রয়েছে। আপনারা দুর্গাপূজার উৎসব নিশ্চিন্তে করুন রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দেবে। সোশ্যাল মিডিয়াসহ যে কোনো গুজবের বিরুদ্ধে সচেতন থাকুন। কেউ মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় আসন্ন দুর্গাপূজায় ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়।

সর্বশেষ খবর