শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গেছে। তাদের কোনো রাজনীতি নেই। ভাবতেই অবাক লাগে, আওয়ামী লীগের মতো দীর্ঘকাল রাজনৈতিক সংগ্রাম করা দল আজকে সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে।’ গতকাল বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দোতলায় শহীদ এ কে এম সিদ্দিক হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপিপ্রধান খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শওকত মাহমুদ, অধ্যাপক আখতার হোসেন খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুত্ফর রহমান, অধ্যাপক শামসুল আলম, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। ‘নির্বাচনের আগেই সরকার দলীয় শীর্ষ নেতাদের মামলা দ্রুততার সঙ্গে শেষ করার ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন কোনো আইনের শাসন নেই। ম্যাডামের (খালেদা জিয়া) মামলায় কী ভয়াবহ ঘটনা ঘটেছে! ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলোতেও একই ঘটনা ঘটছে। স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে আগে যেসব মামলা ছিল, সেগুলো এখন এক্সেপেডাইড করার জন্য সপ্তাহে তিন দিন মামলার তারিখ দিচ্ছে। দ্রুততার সঙ্গে নির্বাচনের আগে তারা সবকিছু শেষ করতে চায়। বিএনপিকে এত ভয় কেন? জনগণকে এত ভয়  কেন? কেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান না? কারণ জেনে গেছেন যে, আপনাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় এসে গেছে।’ জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, ‘এই ঐক্যের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো যাবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই অবস্থার অবসান ঘটাতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, আমাদের একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে ভয়ঙ্কর ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক ও একদলীয় শাসককে সরাতে হবে। তাদের না সরাতে পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’  সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এখানে অবশ্যই জনগণ যা চায় সেভাবে কাজ করতে হবে।

সর্বশেষ খবর