শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

ভুটানকে হারাবে অনুমেয়ই ছিল। হারিয়েছেও। ভুটানের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয়ে অনূর্ধ্ব-১৮ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। চাংলিমিথান স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দুই অর্ধে দুটি করে চারটি গোল করেন। দিনের প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে ভারতকে। ম্যাচটি নির্ধারিত সময় ড্র ছিল ১-১ গোলে। আগামীকাল থিম্পুর  চাংলিমিথান স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতে ইতিহাস লিখতে মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, গ্রুপ পর্বে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে ২-১ গোলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন সানজিদা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল করেন মিশরাত জাহান মৌসুমী। প্রথমার্ধ শেষ ২-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধ শুরু হলে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। ৬০ মিনিটে ম্যাচের তৃতীয় গোল করে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার। ৮৬ মিনিটে পেনাল্টিতে চার নম্বর গোলটি করেন শামসুন্নাহার।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর