শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তারেকসহ নেতাদের ফাঁসানোর চেষ্টা

বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি অভিযোগ করেছে যে, সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাদের ফাঁসাতে চাচ্ছে। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নীলনকশা বাস্তবায়নে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকের ওপর সরকার অবৈধ প্রভাব খাটাচ্ছে। মামলায় তারেক রহমানসহ দলের কয়েকজন নেতা ও তৎকালীন প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যেভাবে জড়ানো হয়েছে তা যে কোনো দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার প্রতি এক বৃদ্ধাঙ্গুলি দেখানো মাত্র। ‘আমরা মনে করি এই নৈরাজ্যবাদী সরকার তারেক রহমান ও বিএনপিকে হেনস্তা করার জন্য ব্যস্ত’। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এই মামলায় মোট ২২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষীও বলেননি যে, তারেক রহমানসহ বিএনপি নেতারা সম্পৃক্ত। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এ ধরনের মামলা সাজানো হয়েছে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদালতকে কয়েকবার বলেছি এটা হয় না, এটা হয় না। বিচারকও তখন আমার সঙ্গে একমত হয়েছিলেন। তিনি বলেন, ‘এই মামলার সংক্ষুব্ধ ব্যক্তি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি তারেক রহমান ও বিএনপি সম্পর্কে একটি কথাও বলেননি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা শাহিদা রফিক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর