মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
গায়েবি মামলা প্রশ্নে হাই কোর্ট

মানুষের কাছে কী বার্তা যাবে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হওয়া প্রায় চার হাজার মামলায় মৃত ব্যক্তি কিংবা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের আসামি করায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট। আদালত বলেছে, এ ধরনের মামলায় পুলিশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। খন্দকার মাহবুব হোসেনের (সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান) মতো লোকদের বিরুদ্ধে এমন মামলা হলে জনগণের কাছে কী  মেসেজ যাবে? এ সংক্রান্ত রিটের শুনানিতে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল আদালতে বলেন, উনি (খন্দকার মাহবুব হোসেন) তো শুধু আইনজীবীই নন, একটি রাজনৈতিক দলের পদধারী। এ পর্যায়ে আদালত বলে, এটা কী বললেন? তিনি রাজনীতি করতে পারবেন না, এটা তো আইনে নেই। আগে আইনজীবীরাই বেশি রাজনীতিতে যুক্ত ছিলেন। শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপির আইনজীবীরা জানান, গত ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় চার হাজার মামলা হয়। ১০ বছর আগে মারা গেছেন এমন লোকদেরও এসব মামলায় আসামি করা হয়েছে। বিএনপি এই মামলাকে গায়েবি মামলা হিসেবে আখ্যায়িত করেছে। গত মাসে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়ার পক্ষে এই রিট দায়ের করা হয়। রিটে গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে করা চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর