মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার সমস্যা গেঁটে বাত

চিকিৎসা শুরু দুই সপ্তাহ পর : মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার সমস্যা গেঁটে বাত

পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী বলেছেন, ‘রিউমাটো আর্থ্রাইটিস’ রোগে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাঁ হাত বেঁকে গেছে। তিনি বাঁ কাঁধ নড়াতে পারেন না। হাত তুলতে পারছেন না। এ ছাড়া ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বাঁ ঊরুর জয়েন্টে ব্যথা ও বাঁ হাঁটু ফুলে গেছে। মূলত গেঁটে বাতজনিত সমস্যায় ভুগছেন তিনি। যাকে বলে গিঁটে গিঁটে ব্যথা। তাঁর ডায়াবেটিসসহ আরও বেশকিছু রোগ অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। এসব ব্যাধি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর তাঁর মূল চিকিৎসা শুরু করতে হবে। তাও প্রায় সপ্তাহ দুয়েকের মতো লেগে যেতে পারে মূল চিকিৎসা শুরু করতে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাঁর চিকিৎসা কত দিন চলবে, তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানাতে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে তাঁর চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা সাংবাদিকদের এসব কথা বলেন। অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. সৈয়দ আতিকুল হক ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ। এ ছাড়া ডা. তানজিমা, বেগম জিয়ার ভাগনে ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন উপস্থিত ছিলেন। অধ্যাপক আবদুল জলিল চৌধুরী জানান, এর আগে রবিবার রাতে বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তিনিই বেগম জিয়ার মূল সমস্যা গেঁটে বাতজনিত বলে রবিবার সর্বপ্রথম উল্লেখ করেছিলেন। এক প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাই কোর্টের নির্দেশনা বোর্ডের সদস্যরা পড়েছেন। বোর্ড গঠনে হাই কোর্টের নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি। গতকাল রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। ডা. জলিল চৌধুরী আরও জানান, ৩০ বছর ধরে বেগম খালেদা জিয়া এ রোগে ভুগছেন, এ রোগের নাম রিউমাটো আর্থ্রাইটিস। এ রোগ নিয়ন্ত্রণে না রাখার কারণে তাঁর বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তাঁর বাঁ হাত বেঁকে গেছে, বাঁ কাঁধ নড়াতে পারেন না, হাত ঝিমঝিম করে। তাঁর ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। তাঁর বাঁ হিপজয়েন্টে আর্থ্রাইটিস আছে। তাঁর দুই হাঁটু আগে থেকে রিপ্লেস করা, সেখানে কিছুদিন আগেও ফুলে গিয়েছিল। ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে। গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বেগম জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান আরও জানান, বেগম জিয়া ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। ফলে তাঁর ডায়াবেটিসের কী অবস্থা, তাও আমাদের দেখতে হবে। মাঝখানে তাঁর সুগার কমে হাইপো-ডায়াবেটিস হয়ে গিয়েছিল। তিনি ব্লাড প্রেসারেরও ওষুধ খাচ্ছেন। মাঝখানে কিছুদিন আগে তাঁর জ্বর হয়েছিল। অবশ্য জ্বর এখন আর নেই। তাঁর শরীরের সোডিয়াম কমে গিয়েছিল। ওষুধ দিয়ে তাও নিয়ন্ত্রণে আনা হয়েছে। অধ্যাপক জলিল আরও বলেন, গিঁটে গিঁটে ব্যথাটা এক ধরনের বাত। এর চিকিৎসা না হলে ঘাড়ে- কোমরে ব্যথা হয়। এর চিকিৎসা একটি চলমান প্রক্রিয়া। খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে কিনা? এ প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, তাঁর ফিজিওথেরাপি যত দ্রুত সম্ভব শুরু করে দেব আমরা।

সর্বশেষ খবর