মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুল গ্রেফতার

রংপুরসহ বিভিন্ন স্থানে মামলা

নিজস্ব প্রতিবেদক

ব্যারিস্টার মইনুল গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত পৌনে ১০টার দিকে উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, রংপুরের একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করেছি। জানা গেছে, গতরাত ৯টার পর থেকে ৩ নম্বর সেক্টরের ওই বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। বাসার আশপাশের ভবনের বাসিন্দাদের অনেকেই বুঝতে পারছিলেন কিছু একটা হতে যাচ্ছে। অবশেষে রাত পৌনে ১০টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এদিকে নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় মানহানি মামলা হয়েছে। গতকাল দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন। বিকালে বিচারক ফারজানা আহমেদ মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন ভোলা জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না। কুমিল্লার আদালতে আরেকটি মানহানির মামলা করেছেন সুবীর নন্দী নামের এক আইনজীবী। রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

সর্বশেষ খবর