সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডিভিশন চেয়ে ব্যারিস্টার মইনুলের আবেদন

নিজস্ব প্রতিবেদক

ডিভিশন চেয়ে ব্যারিস্টার মইনুলের আবেদন

টেলিভিশন টকশোতে নারী সাংবাদিককে কটূক্তি করার মানহানি মামলায় গ্রেফতার হওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দিতে হাই কোর্টে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। পরের আদেশের জন্য আজ দিন ঠিক করেছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। গতকাল আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৬ অক্টোবর রাতে একাত্তর টিভির টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ঘটনার চার দিনেও ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। মইনুল হোসেনের মন্তব্যকে নারী সমাজের জন্য অবমাননাকর দাবি করে একই অভিযোগে তার বিরুদ্ধে জামালপুরের আদালতেও মামলা করেন একজন নারী। যদিও ওই দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে এ ছাড়াও একই ঘটনায় কুড়িগ্রাম ও রংপুরের আদালতেও পৃথক মামলা হয়। এর মধ্যে রংপুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে গত ২৩ অক্টোবর মইনুল হোসেনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম। এরপর সেদিন বিকালে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। সেদিন থেকে তাকে কারাগারে সাধারণ বন্দীদের সঙ্গেই রাখা হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন স্থানে আরও মামলা : যশোর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় যশোরে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে ৯ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজু জামান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে এ মামলা করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (বোয়ালিয়া-১) মামলাটি দায়ের করা হয়েছে। নগর যুব মহিলা লীগের সহসভাপতি জাকিয়া পারভিন স্বপ্না বাদী হয়ে মানহানির এ মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেছে। শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে কুটূক্তি করার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে শেরপুরের আদালতে দায়ের করা ১০ কোটি টাকার একটি মানহানির মামলায় সমন জারি করেছে আদালত। গতকাল দুপুরে শেরপুর সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী।

সর্বশেষ খবর