বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতিতে মুচির সঙ্গেও আলোচনায় বসতে হয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে মুচির সঙ্গেও আলোচনায় বসতে হয়

বঙ্গবীর কাদের সিদ্দিকী

রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাজনীতি করতে হলে চাড়াল-মুচি তাদের সঙ্গেও আলোচনায় বসতে হয়। যাদের কাছ থেকে আজকে পোড়াগন্ধ আসছে তার সঙ্গেও আলোচনা করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেওয়া সংলাপের উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংলাপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই নিতে পেরেছেন। রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল এসব কথা বলেন তিনি। এ সময় সংলাপ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিষয়ে তার দলের রাজনৈতিক অবস্থান জানতে চাইলে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সে আলোচনা সভায় তিনি সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীকেও আমন্ত্রণ জানাবেন বলে জানান। সেই আলোচনা সভায়ই তিনি তার রাজনৈতিক অবস্থান জানাবেন বলে উল্লেখ করেন। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে একটি সার্বিক ঐক্য প্রয়োজন।  প্রতি মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। সংলাপ ডাকার আগে দেশে অস্থিরতা ছিল। এখন তা অনেকটাই কেটে গেছে। এই উদ্যোগ এবং পদক্ষেপ মাইলফলক  হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। এই সংলাপের জন্য ফুটপাথে তাকে ৬৪ দিন কাটাতে হয়েছে। ৩০৮ দিন ঘরের বাইরে থাকতে হয়েছে। কাদের সিদ্দিকী বলেন, দেশে একটি সম্মানজনক রাজনৈতিক সমাজ চাই, আজকে শ্রমিকের মুখে কালি মাখা হলো। তবে এই কালি শ্রমিকের মুখে মাখেনি এটা আসলে দেশ ও জাতির মুখে মেখেছে। তিনি জানান, আজ (গতকাল) রাতে মোহাম্মদপুরে নিজ বাসভবনে ড. কামাল হোসেনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় বিষয়টি রাজনৈতিক কি না জানতে চাইলে, সব বিষয়ই রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি।

 সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সহসভাপতি আমিনুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর