বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দলীয় নয়, জাতীয় স্বার্থ নিয়ে সংলাপ

নিজস্ব প্রতিবেদক

দলীয় নয়, জাতীয় স্বার্থ নিয়ে সংলাপ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সংলাপে বসার এক দিন আগে বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সংলাপে আমরা বিশ্বাস করি। আমরা সবসময় মনে করি জনগণ ক্ষমতার মালিক। তারা নিজেদের মধ্যে আলাপ করবে দেশের স্বার্থ নিয়ে, দলীয় স্বার্থ নয়। আমরা চাই জাতীয় স্বার্থ নিয়ে সংলাপ হোক। জাতীয় লক্ষ্যগুলো সামনে রেখে, সংবিধানের মূল্যবোধ সামনে রেখে  সেই আলাপ অবশ্যই হোক— এটা আমরা সবসময় সমর্থন করেছি। আগামীকাল (আজ) যেটা হবে, সেটাও আমরা পুরোপুরি সমর্থন করি। তাই দলীয় নয়, জাতীয় স্বার্থ নিয়ে সংলাপ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহসভাপতি এম এ গোফরান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। আলোচনা সভায় সামাজিক শক্তি, গণ-সাংস্কৃতিক দল, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, বাংলাদেশ গণতান্ত্রিক দল, ভূমিবল সমাজবাদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, কংগ্রেস বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যালিস্ট পার্টি, সততা পার্টি, শ্রমিক পার্টি, ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী সিপিবিএম)সহ মোট ১৯টি দল-সংগঠন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে জানান জেএসডি নেতা অধ্যাপক হুমায়ুন কবীর হীরু।

সর্বশেষ খবর