বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটাধিকারই গণতন্ত্রের ভিত্তি

জাবি প্রতিনিধি

ভোটাধিকারই গণতন্ত্রের ভিত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, গণতন্ত্রের পরিমাপক হলো ভোট। ভোটাধিকারই গণতন্ত্রের ভিত্তি। কারও অমতে কাউকে শাসন করা অথবা কারও ওপর ট্যাক্স আরোপ করা মানুষ পছন্দ করে না। তাই অতিপ্রাচীনকাল থেকেই মানুষ গণতন্ত্রের চর্চা করে আসছে। জনগণ নিজেরাই ঠিক করে কে তাদের শাসক হবেন। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি  বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম সলিমুল্লাহ খানের ‘বাংলাদেশ : হু ভোট? হাউ ডু দে ভোট?’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাবির সাবেক এই অধ্যাপক বলেন, ১৯৭১ সালে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হলেও কয়েক বছরের মাথায় গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। এমাজউদ্দীন আহমদ বলেন, বর্তমান শিক্ষার্থীদের অবশ্যই বিশ্বমানের নাগরিক হতে হবে। এজন্য একাধিক ভাষা শিক্ষাসহ জ্ঞানের পরিধি বিস্তৃত করতে হবে।

সর্বশেষ খবর