বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশ বিপদের মুখে

নিজস্ব প্রতিবেদক

দেশ বিপদের মুখে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ আজ মহাবিপদে। এ থেকে মুক্ত হতে হলে জনগণের ভোট ও ভাতের লড়াই অব্যাহত থাকবে। সংলাপের পাশাপাশি আন্দোলনও চলবে। কারও কথায় আন্দোলন থামবে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে পদযাত্রা ও প্রচারপত্র বিলি জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেলিম বলেন, আওয়ামী দুঃশাসনে জনগণের জীবন বিপর্যস্ত। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা ধরনের অত্যাচারে আজ মানুষ ঘরে থাকতে পারছে না। লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর