শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
চামড়াজাত পণ্য প্রদর্শনী উদ্বোধন করে প্রধানমন্ত্রী

অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজনৈতিক কূটনীতির চেয়েও এখন অর্থনৈতিক কূটনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এক সময় আমাদের কূটনীতিটা রাজনৈতিক ছিল। এখন এটা হয়ে  গেছে অর্থনৈতিক, অর্থাৎ অর্থনৈতিক কূটনীতিটাকেই আমরা এখন গুরুত্ব দিচ্ছি। খবর বিডিনিউজ। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো ব্লেইজ ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহীউদ্দিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসেডর ও হাইকমিশনার যারা, তাদের একটা দায়িত্ব থাকবে যে— যে দেশেই থাকেন, সেই দেশে আমাদের কোন পণ্যটা যেতে পারে, কোন পণ্যটার মার্কেট আছে সেগুলো একটু খুঁজে বের করা, আলাপ-আলোচনা করা। কী ধরনের বিনিয়োগ বিদেশ থেকে আসতে পারে তা খুঁজে বের করা এবং সেভাবে উৎপাদন বাড়াতে হবে।

সর্বশেষ খবর