শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আচরণবিধি লঙ্ঘনসহ ইসিতে ১৩ অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের দাবিসহ ১৩ দফা দাবি তুলে ধরেছে। সেই সঙ্গে জনপ্রশাসন, ইসি ও পুলিশের ঊর্ধ্বতন ৯২ জনেরও বেশি কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানায় তারা। বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবি জানানো হয়েছে। তিনি ১৩ দফা দাবি তুলে ধরে সিইসির কাছে আলাদা চিঠি দিয়েছেন।  ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির প্যাডে লেখা ওই চিঠি গতকাল ইসির সচিবের দফতরে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। পরে তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীনরা এমন আচরণ করছে, মনে হচ্ছে ভোট থেকে সরে যেতে বাধ্য করার জন্যই তারা তড়িঘড়ি করছে। আমরা অবিলম্বে সার্বিক বিষয়ে ব্যবস্থা নিতে সিইসির নির্দেশনা চেয়েছি, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে। নেতা-কর্মীদের গ্রেফতার, অন্য এলাকার লোকজনকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ‘দলকানা’ লোকদের পদায়ন, সার্কিট হাউসে ইসি সচিব ও মুখ্য সচিবের কথিত ‘রুদ্ধদ্বার’ বৈঠকের প্রতিবাদ জানানো হয়েছে বিএনপির ওই ১৩ দফার মধ্যে।

৯২ জন কর্মকর্তাদের প্রত্যাহার দাবি : জনপ্রশাসন সচিব, ইসি সচিব, জননিরাপত্তা বিভাগ, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার; চট্টগ্রাম, ভোলা, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, ময়মনসিংহ, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী ও সিলেটের জেলা প্রশাসকসহ (রিটার্নিং অফিসার) মোট ২২ জন কর্মকর্তা প্রত্যাহার চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম তার চিঠিতে বলেছেন, এই কর্মকর্তারা ‘নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী’ হওয়ায় তাদের প্রত্যাহার করা দরকার।

সর্বশেষ খবর