শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেওয়ার কথা বলে বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে— এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে তিন শ থেকে পাঁচ শ লোক পাহারা দেওয়ার অর্থ কী? আমরাও যদি কেন্দ্রে কেন্দ্রে তিন শ থেকে পাঁচ শ লোকের ব্যবস্থা করি, তাহলে কী অবস্থাটা হবে? তাহলে ভোট হবে না, গৃহযুদ্ধ হবে। ভোট হবে না, ভায়োলেন্স হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল সকালে রাজধানীর হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে এক আন্তর্জাতিক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপির হাতে যাচ্ছে কিনা— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তো আগেই বলেছি, এখানে ঐক্যফ্রন্ট কোনো বিষয় নয়। যেহেতু তাদের (বিএনপির) নেত্রী-নেতা দণ্ডিত, তাদের চেয়ারপারসন কারাগারে, এ অবস্থায় কামাল হোসেনকে তারা ব্যবহার করছে এবং আরও কিছু কিছু নিয়ে আসছে। লন্ডন থেকে তারেক রহমান যে নির্দেশ দিচ্ছে, তার অঙ্গুলি হেলনে আজকে ঐক্যফ্রন্ট চলছে, এটা হলো বাস্তবতা।

সর্বশেষ খবর