শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না

—কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বানরের পিঠা ভাগের মতো নির্বাচনী আসনের ভাগাভাগি হবে না। জোটের আসন ভাগাভাগি হবে যোগত্যা ও জনগণের মনের মানুষ হিসেবে। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কাউকে অন্যায় আবদার করতে দেওয়া হবে না। এ সময় জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্বের আশঙ্কা উড়িয়ে দেন তিনি। রাজধানীর বনানীর রেস্টুরেন্টে গতকাল এলডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহসচিব শাহাদত হোসেন সেলিম, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন মোস্তফা প্রমুখ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক অলি আহমদ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এলডিপির ১২ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। এতে বলা হয়, সরকার কৌশল অবলম্বন করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার অপচেষ্টায় লিপ্ত। তাদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সাবেক অনেক সচিবকে বিভিন্ন প্রকল্প পরিদর্শনের নামে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উচিত এসব নিয়োগ বাতিল করা।  তিনি বলেন, এবার যেভাবে সরকার নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে অতীতে তা কখনো হয়নি। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন দর্শকের ভূমিকা পালন করছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। তিনি বলেন, আমাদের রক্তপাত এড়াতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এ জন্য সরকারি আমলা, পুলিশ ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বলা হয়, গত দশ বছর যেসব কর্মকর্তা-কর্মচারী দলীয় আনুগত্যের মাধ্যমে সরকারকে টিকিয়ে রাখতে দায়িত্ব পালন করেছে, তারা যদি নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এ ছাড়া এলডিপির ১২ দফায় ডিজিটাল আইন সংশোধন ও পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, প্রশাসন, দুদক, নির্বাচন কমিশনসহ সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখার বিধান রেখে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার করা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা হবে এবং দলীয় প্রভাবমুক্ত রাখতে নতুন আইন করা হবে। তিনি বলেন, এটা এলডিপির নির্বাচনী ইশতেহার নয়, প্রস্তাবনা। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট আলোচনা করে জোটগতভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। আগামী ২৫ বা ২৬ নভেম্বর জোটগতভাবে প্রার্থীদের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন। কর্নেল অলি বলেন, সরকারের সব কিছু প্রশ্নবিদ্ধ। বিএনপি অফিসের সামনে সুশৃঙ্খল মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ে পুলিশের গাড়ি ঢুকিয়ে দেওয়ার কী প্রয়োজন ছিল? এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি বলেন, পুলিশ দিয়ে পোলিং অফিসারদের রাজনৈতিক পরিচয়, তাদের বাপ-দাদার রাজনৈতিক পরিচয় অনুসন্ধানের ঘটনা কখনো দেখিনি। এখন থানা থেকে ফোন করে নির্বাচনের সঙ্গে জড়িতদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যাশা করেন।

সর্বশেষ খবর