শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অদক্ষতায় জলবায়ুর ক্ষতি আদায় হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

অদক্ষতায় জলবায়ুর ক্ষতি আদায় হচ্ছে না

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশ হিসেবে ‘দূষণ বৃদ্ধিকারী’ উন্নত রাষ্ট্রগুলো থেকে অর্থ আদায়ে বাংলাদেশের দরকষাকষি ও সমঝোতায় দক্ষতার অভাব রয়েছে। এই মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল টিআইবির মেঘমালা সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পোল্যান্ডের কাতোভিতসেতে          আসন্ন কপ-২৪ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সংবলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। তিনি বলেন, ‘ক্ষতিপূরণ বাবদ প্রয়োজনীয় সহায়তা প্রদানে উন্নত দেশগুলো ‘দূষণকারী কর্তৃক পরিশোধযোগ্য’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি প্রদান করে। তবে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এর আওতায় থাকা সাতটি দেশের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক মহলে অর্থ আদায়ের জন্য ‘নেগোসিয়েশন স্কিল’-এর অভাব রয়েছে।’

সর্বশেষ খবর