সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিতর্কিতদের অন্য জেলায় বদলি করতে হবে : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্ট প্রশাসন ও পুলিশের শখানেক কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি করলেও ২০-দলীয় জোট তা চাইছে না। জোটের পক্ষ থেকে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত ও স্থানীয় এমপিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কর্মকর্তাদের অন্য জেলায় বদলির দাবি জানানো হয়েছে। গতকাল বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ১৩ দফা দাবি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। ইতিমধ্যে ঐক্যফ্রন্ট ১৩ দফা দাবি জানিয়ে নালিশ করে ইসিতে; পাল্টা ৮ দফা দাবির নালিশ নিয়ে আসে ১৪-দলীয় জোট। এবার ২০-দলীয় জোট এলো ১৩ দফা নালিশ নিয়ে।

বৈঠক শেষে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি তালিকা ইসির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তা চাই না, এসব কর্মকর্তার ক্ষতি হোক বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই, খুব বেশি পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে যেন বিরত রাখা হয়। সিইসির সঙ্গে হাফিজের বৈঠক : এর আগে বিকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বৈঠক করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। তারা এলাকা ছাড়া। আমি নিজে ছয়বার নির্বাচনে জয়ী হয়েছি। এখন এলাকায় যেতে পারছি না। ভোলা-৩ আমার আসনে তফসিল ঘোষণার পর হয়রানিমূলক যে সব মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা সিইসিকে জানিয়েছি।

সর্বশেষ খবর