সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা বাকি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলেই তারা পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনকে (ইসি) টার্গেট করছে। ইসিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে বিষোদগার করছে। এই কারণে নির্বাচন কমিশনে নানা অভিযোগ দিচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে ২৩০ সংসদীয় আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছি।

সোমবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা জোটের কাছে অঙ্গীকার করেছি একসঙ্গে প্রার্থিতা ঘোষণা করব। সেই কারণে সোমবার আনুষ্ঠানিকভাবে জোটসহ সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ওইদিন কোনো কারণে আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হবে না বলেও জানান তিনি।  যারা মনোনয়ন পাননি— এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের কোনো ক্ষোভ সৃষ্টি হবে কি না— সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে। হোমিওপ্যাথিও আছে, অ্যালোপ্যাথিও আছে। তিনি জানান, মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর রাখা হচ্ছে। কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেওয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

সর্বশেষ খবর