সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে ইভিএম ব্যবহারে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে ইভিএম ব্যবহারে বাধা নেই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারকে বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষে ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করা হলেও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানসম্মতভাবেই ইভিএম ব্যবহার করা হচ্ছে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি একটি জিনিস বুঝলাম না, উনাদের (বিএনপি) সঙ্গে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান (ড. কামাল হোসেন) নেতা হিসেবে আছেন। তারপরও উনারা কীভাবে এসব বক্তব্য দেন? একটা সময় ইন্টারনেটে পরীক্ষার ফলাফল ঘোষণার কোনো নিয়ম ছিল না, কারণ তখন এসব প্রযুক্তি ছিল না। তিনি বলেন, সংবিধানে সব কথা লেখা থাকে না। সংবিধানে যেটা লেখা আছে তার আওতায় থেকেই এই ব্যবস্থা (ইভিএম) করা হচ্ছে। কাজেই এটা বলা যায়, এই ইভিএম ব্যবহার সংবিধানসম্মত। এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।

সর্বশেষ খবর