সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইভিএম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

নিজস্ব প্রতিবেদক

ইভিএম সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সংবিধানসম্মত হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেখানে পৃথিবীর অন্যান্য দেশ ইভিএমে ভোট পদ্ধতি থেকে সরে এসেছে, সেখানে আমাদের দেশে সংবিধান লঙ্ঘন করে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়নুল বলেন, ইভিএম নিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আমরা প্রত্যাশা করিনি। কেননা ইভিএম ভোট পদ্ধতির কথা সংবিধানের কোথাও বলা নেই। তারা যদি সংসদে থাকাকালে সংবিধানের সংশোধনী এনে ইভিএম ব্যবহার করতেন তাহলে আমরা আপত্তি তুলতাম না। কিন্তু তারা সেটা করেননি। গণমাধ্যম কর্মীদের প্রসঙ্গে জয়নুল বলেন, সাংবাদিকদের ওপর এখনো আমাদের তথ্য নির্ভরশীলতা রয়েছে। তাই তাদের ভোট কেন্দ্রে প্রবেশের অবাধ সুযোগ দিতে হবে। সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র এ কে এম এহসানুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর