সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শুধু মুনাফার কৌশল বিজনেস স্কুলে

নিজস্ব প্রতিবেদক

শুধু মুনাফার কৌশল বিজনেস স্কুলে

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিজনেস স্কুলগুলোতে তরুণ শিক্ষার্থীদের শুধু বাজারে শেয়ার হোল্ডার বাড়ানো আর কোম্পানির মুনাফা বৃদ্ধির কৌশল শেখানো হচ্ছে। এটি বন্ধ করে সম্পদ কেন্দ্রীকরণসহ পৃথিবীর জরুরি সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা গড়ে তুলতে তরুণদের প্রশিক্ষিত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২১ নভেম্বর ইএসসিপি (ইকোল সুপিরিয়র দ্য কমার্স দ্য প্যারিস) বিজনেস স্কুলে হলভর্তি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ ধরনের মন্তব্য করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, সম্পদ  কেন্দ্রীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার হাতিয়ার হিসেবে ছাত্রদের তৈরি করার পরিবর্তে তাদের বরং এই প্রক্রিয়াকে উল্টে দিয়ে পৃথিবীর সম্পদ সুষমভাবে সবার মধ্যে বণ্টনের  সৈনিক হিসেবে গড়ে তোলা উচিত। এর আগে গত ২০ নভেম্বর প্রফেসর ইউনূস সরবন ইউনিভার্সিটি বিজনেস স্কুলের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সরবনে প্রতিষ্ঠিত এই ইউনূস সেন্টারটি ফ্রান্সের ১০ম এবং বিশ্বব্যাপী ৬৫তম ইউনূস  সোশ্যাল বিজনেস সেন্টার। এ ছাড়া প্রফেসর ইউনূস ওয়াই-ওয়াই (ইউনূস অ্যান্ড ইউ) এর ক্যাম্পাস পরিদর্শন উপলক্ষে ফ্রান্সের প্যারিস ও লিল নগরী ভ্রমণ করেন। ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো পুনর্বিন্যাস পরিকল্পনায় সামাজিক ব্যবসার অগ্রগতি বিষয়ে ওয়াই-ওয়াই এর আগ্রহের প্রেক্ষিতে তিনি সেখানে যান। প্যারিসে প্রফেসর ইউনূস ‘ল্য ক্যানঅ’তে অনুষ্ঠিত প্যারিস ২০২৪ অলিম্পিকের স্ট্র্যাটেজিক কমিটির সভায় যোগ দেন। এই কমিটিকে প্যারিসে অনুষ্ঠেয় ২০২৪ অলিম্পিকে সামাজিক ব্যবসার উপাদান নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর