বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

উৎসব পরিবেশে মনোনয়নপত্র দাখিল

মোট ৩০৫৬ মনোনয়ন দাখিল, প্রত্যাহার শেষ ৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

উৎসব পরিবেশে মনোনয়নপত্র দাখিল

ভোলায় গতকাল মনোনয়নপত্র দাখিল করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল গতকাল শেষ হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ইসি সূত্র জানিয়েছে, ৩০০ আসনে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। তফসিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২ ডিসেম্বর বাছাই। ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। এরপর ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এদিকে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৩টি।

৩০০ আসনে ৩০৫৬ প্রার্থী : ৩০০ আসনে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। ইসি সচিব জানান, সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি এবং সর্বনিম্ন মাগুরা-২ আসনে ২টি। বিভাগওয়ারি রংপুরে ৩৬১, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশালে ১৮২, ময়মনসিংহে ২৩৬, ঢাকায় ৭০৮, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি।

হেভিওয়েট প্রার্থী যারা : হেভিওয়েটদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন— বেগম খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ আসনে। এ ছাড়া বগুড়া-৬ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ; কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া হেভিওয়েটদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝালকাঠি-২ আসনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; কুমিল্লা-১০ আসনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও কুমিল্লা-১১ আসনে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম। টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক; টাঙ্গাইল-৪ ও ৮ আসনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না; লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেএসডির আ স ম আবদুর রব ও যুক্তফ্রন্টের মেজর আবদুল মান্নান। কে কোথায় গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন তা পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা—

ঢাকা : ঢাকা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান এফ রহমান, বিএনপির ফাহিমা হোসেন জুবলী ও খন্দকার আবু আশফাক এবং স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপির আমান উল্লাহ আমান ও তার ছেলে ব্যারিস্টার ইরফান আমান, গণঐক্যের সৈয়দ ময়নুদ্দিন রিপন। ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, বাসদের নজিবুর রহমান হালদার ও জাতীয় পার্টির মনির সরকার। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন ডা. এনামুর রহমান, বিএনপির তমিজুদ্দিন ও ডা. দেওয়ান সালাউদ্দিন, বিকল্পধারার আইনুল হক। ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের বেনজির আহমেদ, বিএনপির সুলতানা আহমেদ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র জমা দেন দলের নেতা এস এম ফয়সাল চিশতী। আওয়ামী লীগের মনোনীত ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম। একই আসনে আওয়ামী লীগের হাজী আবুল হাসনাত মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১২ আসনে বিএনপির আনোয়ারুজ্জামান ও সাইফুল আলম নীরব। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সাহারা খাতুন। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সাদেক খান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের মো. ইলিয়াছ উদ্দিন মোল্লাহ। ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ। ঢাকা-৬ আসনে গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নায়ক ফারুক। ঢাকা-৫ আসনে জাকের পার্টির রবিউল ইসলাম, গণফোরামের নির্বাহী সদস্য মেজর (অব.) আমীন আহমেদ আফসারী। ঢাকা-৬ আসনে বিএনপির কাজী আবুল বাশার। ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ঢাকা-৭ আসনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, ঢাকা-১৮ থেকে পিডিপি প্রার্থী মো. রফিকুল ইসলাম, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১৫ আসনে মামুন হাসানের পক্ষে তার স্ত্রী ডলি হাসান, ঢাকা-৬ থেকে জেপির সৈয়দ নাজমুল হুদা, ঢাকা-১৪ আসনে বিএনপির এস এ সিদ্দিক সাজু, ঢাকা-১৭ আসনে বিএনপির শওকত আজিজ রাসেল, ঢাকা-১০ আসনে বিএনপির আবদুল মান্নান। ঢাকা-৪ আসনে জাসদের (ইনু) হাবিবুর রহমান শওকত এবং ঢাকা-৬ আসনে একই দলের কাজী সালমা সুলতানা মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-১১তে বিএনপির শামীমা আরা, ঢাকা-১০ আসনে বিএনপির ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনে ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম, ঢাকা-৪ আসনে বাংলাদেশ ফেডারেল ডেমোক্রেটিক পার্টির কবির হোসেন, ঢাকা-১২ আসনে বিএনপির আনোয়ারুজ্জামান, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশীদ, ঢাকা-৯ আসনে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের মাহফুজা আক্তার বীণা, ঢাকা-৮ আসনে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের কাজী মোহাম্মদ সাবের আহম্মদ ছাব্বির, ঢাকা-১৮ আসনে এনপিপির মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঢাকা-১২ আসনে বিএনপির সাইফুল আলম নীরবের পক্ষে রুহুল আমীন ভূঁইয়া, ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মোহাম্মদ শাহাবুদ্দিন, ঢাকা-১১ আসনে গণফোরামের মোজাম্মেল হক বীরপ্রতীক, ঢাকা-১৮ আসনে খেলাফত মজলিশের সাইফ উদ্দিন আহমেদ খন্দকার ২০ দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-১৬ আসনে স্বতন্ত্র ইসমাইল হোসেন, ঢাকা-১০ আসনে পিডিপির বাহরানে সুলতান বাহার, ঢাকা-৭ আসনে বিএনপির মোশাররফ হোসেন খোকন, ঢাকা-১৫ আসনে জাসদ (ইনু) শামসুল ইসলাম সুমন, ঢাকা-১৭ আসনে বিএনপির অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭ আসনে বিকল্পধারার কর্নেল (অব.) সাইফুর রশীদ, ঢাকা-৭ আসনে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে বাসদের খালেকুজ্জামান লিপন, ঢাকা-১৫ আসনে বাংলাদেশ গণতান্ত্রিক দলের শামসুল আলম চৌধুরী, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লাহ, ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল, ঢাকা-১১ আসনে গণঐক্যের পক্ষে মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, ঢাকা-১১ আসনে এনপিপির মিজানুর রহমান, ঢাকা-৭ আসনে জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-১৬ আসনে এনপিপির ফরিদ উদ্দিন শেখ, ঢাকা-৭ আসনে গণফ্রন্টের ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন, ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-৮ আসনে পিডিপির আবুল কালাম আজাদ, ঢাকা-১৬ আসনে জাতীয় পার্টির আমানত হোসেন আমানত ও বাসদের নাইমা খালেদ মনিকা, ঢাকা-১৩ আসনে বিএনপির আতাউর রহমান ঢালি, ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১৪ আসনে বিএনপির আমিনুল ইসলাম, ঢাকা-১৩ আসনে বিএনএফের দুলালকান্তি রানা, ঢাকা-১৭ আসনে বিএনপির রুহুল আলম চৌধুরী, ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা, ঢাকা-১৩ আসনে বিএনপির আতাউর রহমান, ঢাকা-১৭ আসনে বিকল্পধারার মাহী বি চৌধুরী, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের কাজী মইনুল ইসলাম মনু, ঢাকা-৪ আসনে বিএনপির সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে তানভীর আহমেদ, ঢাকা-৬ আসনে গণঐক্যের ববি হাজ্জাজ, ঢাকা-১১ স্বতন্ত্র শাহজাহান মিয়া, ঢাকা-৯ জাকের পার্টির হুমায়ুন কবির, ঢাকা-৮ এনডিএমের হাসিনা হোসেন, ঢাকা-৭ খেলাফত আন্দোলনের মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা-১২ এনপিপির শাহীন খান, ঢাকা-১৪ বাংলাদেশ সুপ্রিম পার্টির (ইসলামী ফ্রন্ট) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ, ঢাকা-৬ বিএনপির ইশরাক হোসেন, ঢাকা-৭ আওয়ামী লীগের হাজী আবুল হাসনাত, ঢাকা-১৮ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অধ্যাপক এম এ মোমেন, ঢাকা-১৩ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবদুল হাকিম, ঢাকা-৮ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ডা. অধ্যক্ষ এস এম সরওয়ার, ঢাকা-৫ গণফোরামের অ্যাডভোকেট আলতাফ হোসেন, ঢাকা-৪ এনপিপির সুমন কুমার রায়, ঢাকা-১৭ স্বতন্ত্র ওয়াকিল উদ্দিন আহমেদ, ঢাকা-১৩ বাংলাদেশ তরীকত ফেডারেশনের কামরুল আহসান, ঢাকা-১৭ বিএনএফের আবুল কালাম আজাদ, ঢাকা-৬ বিকল্পধারার দিলীপ কুমার দাশগুপ্ত, ঢাকা-১৩ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল হাকিম, ঢাকা-৭ আওয়ামী লীগের আবুল হাসনাত, ঢাকা-১০ জাতীয় পার্টির হেলালউদ্দিন, ঢাকা-৬ স্বতন্ত্র নেয়ামুল হক মালিক, ঢাকা-৪ স্বতন্ত্র মো. মোশাররফ হোসেন, ঢাকা-৫ গণফোরামের এস এম আলতাফ হোসেন, ঢাকা-৯ স্বতন্ত্র শফিকুল আমিন, ঢাকা-১৭ আওয়ামী লীগের আবদুল কাদের খান, ঢাকা-১৫ বিএনএফের এস এম ইসলাম, ঢাকা-৫ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয়, ঢাকা-৪ গণফ্রন্টের শহীদুল ইসলাম মোল্লা এবং ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আকন্দ।

বগুড়া : বগুড়ার দুটি সংসদীয় আসনে নির্বাচন করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতারা। বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে নির্বাচনের জন্য গতকাল দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ দলীয় নেতারা বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমুল হুদা পপন, শাহ মেহেদী হাসান হিমুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। দুপুরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলসহ নেতৃবৃন্দ। বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজমুল হুদা পপন জানান, বগুড়া-৬ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা মো. শোকরানা এবং বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম দলের প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না স্ত্রী ও ছোট ভাই আন্নাসহ বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জের সাবেক মেয়র মতিউর রহমান, শিবগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, শিবগঞ্জ নাগরিক ঐক্যের সদস্য সচিব প্রভাষক সাইদুর রহমান সাগর ও নাগরিক ছাত্রঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

কুমিল্লা : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সুবিদ আলী ভূঁইয়া, বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, জাপার মাখন সরকার, ইসলামী আন্দোলনের বশির আহম্মেদ ও ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসেন; কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, আওয়ামী লীগের সেলিমা আহম্মাদ মেরী, জাপার আমির হোসেন, স্বতন্ত্র আবদুল মজিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোহাম্মদ আশরাফুল আলম ও বিএনএফের গোলাম মুস্তফা; কুমিল্লা-৩ (মুরাদনগর) আওয়ামী লীগের ইউছুফ আবদুল্লাহ হারুন, বিএনপির কে এম মুজিবুল হক ও ড. শাহিদা রফিক, পিডিপির মো. কামাল উদ্দিন ভূঁইয়া, জাতীয় পার্টির (মঞ্জু) কাজী জাহাঙ্গীর আমির ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আহমদ আবদুল কাইয়ুম; কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ও আবদুল আউয়াল খান, জেএসডির আবদুল মালেক রতন, স্বতন্ত্র এরফানুল হক সরকার ও মাহবুব আলম, আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল, জাতীয় পার্টির (এরশাদ) ইকবাল হোসেন রাজু, ইসলামী ঐক্যজোটের দ্বীন ইয়ামিন সরকার, জাকের পার্টির আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মহসিন আলম; কুমিল্লা-৫ আওয়ামী লীগের আবদুল মতিন খসরু, বিএনপির শওকত মাহমুদ ও অধ্যক্ষ মো. ইউনুস, ইসলামী ঐক্যজোটের মো. শাহআলম, জাকের পার্টির মো. নুরুল আলম ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফী; কুমিল্লা-৬ আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার, বিএনপির মো. আমিন-উর রশিদ, মনিরুল হক চৌধুরী, মো. মোস্তাক মিয়া, জাতীয় পার্টির অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার; কুমিল্লা-৭ (চান্দিনা) আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ, এলডিপির রেদোয়ান আহম্মেদ ও তার ছেলে রবিন আহম্মেদ, জাতীয় পার্টির মো. লুত্ফুর রেজা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. আবুল কালাম, স্বতন্ত্র আবু তাহের খোকন, খেলাফত মজলিশের নোমান মাজহারী; কুমিল্লা-৮ জাতীয় পার্টির অধ্যাপক নুরুল ইসলাম ও মো. কামাল হোসেন, আওয়ামী লীগের নাছিমুল আলম চৌধুরী নজরুল, বিএনপির জাকারিয়া তাহের সুমন, গণফ্রন্টের দুলাল মিয়া, জাকের পার্টির শরীফুল ইসলাম, স্বতন্ত্র কাউসার আলম সেলিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আহসান উল্লাহ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মিজানুর রহমান; কুমিল্লা-৯ আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম, বিএনপির কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, জাতীয় পার্টির এ টি এম আলমগীর, জামায়াতের এ এফ এম সোলায়মান চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্টের মো. আবু বাকার, জাকের পার্টির টিপু সুলতান, মুসলিম লীগের মো. আবদুল আউয়াল এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী; কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিএনপির মনিরুল হক চৌধুরী, মোবাশ্বের আলম ভূঁইয়া, আবদুল গফুর ভূঁইয়া ও শামছুদ্দিন দিদার, জাতীয় পার্টির এ কে এম আবদুস সালাম এবং ন্যাশনাল পিপলস পার্টির এ অহিদুর রহমান; কুমিল্লা-১১ আওয়ামী লীগের মো. মুজিবুল হক মুজিব, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাকের পার্টির মো. তাজুল ইসলাম বাবুল, বিকল্পধারার মাওলানা শামসুল হক জিহাদী, গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের কামাল উদ্দিন ভূঁইয়া।

টাঙ্গাইল : জেলা রিটার্নিং অফিস কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, আওয়ামী লীগের ছানোয়ার হোসেন, স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী, জাতীয় পার্টি (এরশাদ) পীরজাদা শফিউল আল মনির, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী প্রমুখ; টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের ড. আবদুর রাজ্জাক, বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ; টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের তানভীর হাসান ছোট মনির, বিএনপির সুলতান সালাহ উদ্দিন টুকুর পক্ষে তার ভাই আজাদ ও জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা; টাঙ্গাইল-৩ (ঘাটাইল) বিএনপির লুত্ফর রহমান খান আজাদ, আওয়ামী লীগের আতাউর রহমান খান; টাঙ্গাইল-৪ (কালিহাতী) কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগের মোহাম্মদ হাসান ইমাম খান, কৃষক-শ্রমিক-জনতা লীগের ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও বিএনপির লুত্ফর রহমান মতিন; টাঙ্গাইল-৬ (নাগরপুর) আওয়ামী লীগের আহসানুল হক টিটু, বিএনপির সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী; টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আওয়ামী লীগের একাব্বর হোসেন, বিএনপির আবুল কালাম আজাদ ও সাইদ সোহরাব; টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আওয়ামী লীগের জোয়াহেরুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রংপুর : রংপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীবের কাছে তার পক্ষে দলের নেতা-কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রংপুর-৩ আসনে বিএনপির মোজাফফর হোসেন ও রিটা রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, জাকের পার্টির আলমগীর হোসেন আলম, ন্যাশনাল পিপলস পার্টির ছামসুল হক; জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, বিএনপির নুরুল ইসলাম সুজন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির সাইফুল ইসলাম ও খলিলুর রহমান সরকার, এনপিপির হুমায়ুন ইজাজ লেভিন; রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের টিপু মুন্সি, বিএনপির এমদাদুল হক ভরসা; রংপুর-৫ আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান।

বরগুনা : বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু; বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে আওয়ামী লীগের শওকত হাচানুর রহমান রিমন এবং বিএনপির পাঁচ প্রার্থী নুরুল ইসলাম মনি, চৌধুরী মো. ফারুক, সাহাব উদ্দিন সাকু, শফিকুল ইসলাম সজীব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।

নেত্রকোনা : নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু ও বিএনপির আশরাফ উদ্দিন খান; নেত্রকোনা-৪ আসনে কমিউনিস্ট পার্টির জলি তালুকদার।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার চার ভাই বোন ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, ডা. সৈয়দ জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা। তিনি ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এবং বিএনপির রেজাউল করিম খান চুন্নু; কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং বিএনপির মেজর আখতারুজ্জামান রঞ্জন; কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান; কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন ও বিএনপির শরীফুল আলম।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি (২৯৮ নম্বর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিএনপির দুজন—আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও শহিদুল ইসলাম ভূঁইয়া; জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আবদুল্লাহ, জেএসডির আ স ম আবদুর রব ও তানিয়া ফেরদৌসী, বিএনপির আবদুল মতিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. শরিফুল ইসলাম, যুক্তফ্রন্টের মেজর আবদুল মান্নান ও বিএনপি থেকে আশরাফ উদ্দিন মিজান।

ময়মনসিংহ : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের জুয়েল আরেং।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম। শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার সহোদর যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম।

ফরিদপুর : ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনজুর হোসেন এবং বিএনপির শাহ মো. আবু জাফর ও খন্দকার নাসিরুল ইসলাম; ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরদপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ।

সিলেট : সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে আবরার ইলিয়াস অর্ণব।

ভোলা : ভোলা-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

শেরপুর : মনোনয়নপত্র দাখিল করেছেন শেরপুর-১ (সদর) আসনে মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), মো. ইলিয়াছ উদ্দিন (জাতীয় পার্টি এরশাদ), মো. জহির রায়হান (কৃষক-শ্রমিক-জনতা পার্টি), অ্যাডভোকেট মো. মতিউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আফিল উদ্দিন (সিপিবি); মো. হযরত আলী (বিএনপি) ও তার মেয়ে সানসিলা জেবরিন (বিএনপি), ফজলুল কাদের (বিএনপি), মো. শফিকুল ইসলাম মাসুদ (বিএনপি); শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং প্রকৌশলী ফাহিম চৌধুরী (বিএনপি), এ কে এম মুখলেছুর রহমান রিপন (বিএনপি) ও ব্যারিস্টার এম হায়দার আলী (বিএনপি)। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন (আওয়ামী লীগ), মাহমুদুল হক রুবেল (বিএনপি), মেজর (অব.) মাহমুদুল হাসান (বিএনপি), আবু নাসের (জাতীয় পার্টি এরশাদ), সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবু বকর সিদ্দিক (পিডিপি), সরোয়ার বাহাদুর লাল (স্বতন্ত্র) ও মো. ইন্তাজ আলী বিএসসি (স্বতন্ত্র)।

গাজীপুর : গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, দলের মনোনীত প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের আলী হোসেন মণ্ডল।

মানিকগঞ্জ : মনোনয়নপত্র দাখিল করেছেন মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নাঈমুর রহমান দুর্জয়, বিএনপির এস এ কবীর জিন্নাহ, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, তোজাম্মেল হক তোজা এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এ বি এম আনোয়ারুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খোরশেদ আলম, মুসলিম লীগের মো. ফারুক হোসেন আসাদ, জাকের পার্টির আতাউর হোসেন, জাসদের আফজাল হোসেন খান জকি; মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মমতাজ বেগম, বিএনপির মইনুল ইসলাম খান শান্ত, আবিদুর রহমান খান রোমান, জাতীয় পার্টির এস এম মান্নান, বিকল্পধারার গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ ফেরদৌস আহমেদ আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, স্বতন্ত্র মো. মোশারফ হোসেন ও মাসুম মিয়া; মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের জাহিদ মালেক স্বপন, বিএনপির আফরোজা খান রিতা ও আতাউর রহমান আতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম অভি।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মো. আবদুল ওদুদ, বিএনপির মো. হারুনুর রশিদ, মো. আবদুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের নুরুল ইসলাম বুলবুল; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মুহা. জিয়াউর রহমান, বিএনএফের নূরুল ইসলাম সেন্টু ও ফেরদৌস ইসলাম, বিএনপির মো. আমিনুল ইসলাম, অধ্যাপক শাহজাহান আলী মিয়া, বেলাল-ই-বাকি ইদ্রিশী ও অ্যাডভোকেট শাহীন শওকত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনিরুল ইসলাম মনিউর, স্বতন্ত্র নবাব মো. শামসুল হুদা; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাসদের মো. মনিরুজ্জামান মনির ও বিএনএফের কামরুজ্জামান খান।

ঠাকুরগাঁও : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গতকাল বিকালে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া বগুড়া-৬ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বিএনএফ ও স্বতন্ত্র থেকে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মহাজোট প্রার্থী এম এম শাহীন; মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপাধ্যক্ষ আবদুস শহীদ, বিএনপির মুজিবুর রহমান চৌধুরী ও মুঈদ আশিক চিশতী, গণফোরামের অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সালাহ্ উদ্দিন।

ব্রা??হ্মণবাড়িয়া : ব্রা??হ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুল হক এবং বিএনপির মুশফিকুর রহমান, নাসির উদ্দিন হাজারী ও মো. মুসলেম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি মো. জসিম উদ্দিন, জাতীয় পার্টি (জাপা) তারেক এ আদেল এবং জাতীয় পার্টির (কাজী জাফর) মো. সেলিম মাস্টার।

নোয়াখালী : মনোনয়নপত্র দাখিল করেছেন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, বিএনপির মো. শাহজাহান ও অ্যাডভোকেট শাহীনুর সাগর, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি এইচ এম ইব্রাহীম, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের আয়েশা ফেরদৌস, বিএনপির ফজলুল আজিম, নোয়াখালী-৩ আসনে জেএসডির আবদুর জলিল চৌধুরী।

নাটোর : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুসলিম লীগের শান্তি রিবারু।

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাসদের মঈনুদ্দিন খান বাদল; চট্টগ্রাম-১১ আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, চট্টগ্রামে-১০ আসনে বিএনপির আবদুল্লাহ আল নোমান।

চাঁদপুর : মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনীত ড. আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট নুরুল আমীন রুহুল, বিএনপির ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান ও ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া।

রাজশাহী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, বিএনপির সাঈদ হাসান, রাজশাহী-৪ আসনে বিএনপির আবু হেনা, সিপিবির কমরেড এনামুল হক; রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; রাজশাহী-৪ আসনে বিএনপির নাদিম মোস্তফা।

পঞ্চগড় : মনোনয়ন জমা দিয়েছেন পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মজাহারুল হক প্রধান, স্বতন্ত্র নাজমুল হক প্রধান এমপি, বিএনপির তৌহিদুল ইসলাম ও ব্যারিস্টার নওশাদ জমির, জাগপার আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল্লাহ, জাকের পার্টির সুমন রানা, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক; পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, বিএনপির ফরহাদ হোসেন আজাদ, নাদিরা আকতার, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু, ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান প্রধান, কমিউনিস্ট পার্টির আশরাফুল আলম ও জাতীয় পার্টির লুত্ফর রহমান রিপন।

মুন্সীগঞ্জ : মনোনয়নপত্র জমা দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী বিকল্পধারার মাহী বি চৌধুরী, বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেন, শেখ মো. আবদুল্লাহ ও মীর শরাফত আলীর সপু, জাতীয় পার্টির শেখ মো. সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের কে এম আরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, বিএনপির মিজানুর রহমান সিনহা, আবদুস সালাম আজাদ, স্বতন্ত্র মো. মেহেদী হাসান, ইসলামী আন্দোলনের মো. মনসুর মুসা, জাতীয় পার্টির মো. নোমান মিয়া। মুন্সীগঞ্জ-৩ আসনে মৃণাল কান্তি দাস, বিএনপির আবদুল হাই, জাতীয় পার্টির আবদুল বাতেন, দিদারুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি স ম কামাল।

মাগুরা : মনোনয়নপত্র দাখিল করেছেন মাগুরা-১ আসনে বিএনপির মানোয়ার হোসেন খান, আওয়ামী লীগের অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জাতীয় পার্টির অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জাসদ (রব) এম এ আউয়াল, বিএনএফের মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নাজিরুল ইসলাম,  স্বতন্ত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিএনএফের কাজী তৌহিদুল আলম, গণফোরামের ডা. মিজানুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন; মাগুরা-২ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট বীরেণ শিকদার, বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, খন্দকার মেহেদী আল মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল।

পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাগেরহাট : মনোনয়নপত্র দাখিল করেছেন বাগেরহাট-১ ও ২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন, বিএনপির শেখ মুজিবর রহমান ও ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জাপার আহমেদ জোবায়ের, ইসলামী আন্দোলনের মো. লিয়াকত আলী শেখ; বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময়, বিএনপির এম এ সালাম ও ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, ইসলামী আন্দোলনের মাওলানা মো. মহমুদুল হাসান, সিপিবির সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন ও রেজাউর রহমান মন্টু; বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে আওয়ামী লীগের হাবিবুন নাহার তালুকদার, বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, জাকের পার্টির এস এম রেজাউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জামায়াতের শেখ আবদুল ওয়াদুদ; বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আওয়ামী লীগের ডা. মোজাম্মেল হোসেন, বিএনপির কাজী খায়রুজ্জামান শিপন, জামায়াতের অধ্যক্ষ আবদুল আলীম, জাপার সোমনাথ দে, ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল মজিদ, সিপিবির শরীফুজ্জামান শরীফ।

ঝালকাঠি : মনোনয়নপত্র দাখিল করেছেন ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুন (আওয়ামী লীগ), ব্যারিস্টার শাহজাহান ওমর (বিএনপি), মো. রফিকুল ইসলাম জামাল (বিএনপি), এম এ কুদ্দুস খান জাতীয় পার্টি (জাপা), কমরেড আবুল হোসেন (ওয়ার্কার্স পার্টি), মো. রুবেল হাওলাদার জাতীয় পার্টি (মঞ্জু), আল্লামা নুরুল হুদা ফয়েজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), প্রবীর কুমার মিত্র (এনপিপি), মাওলানা ফয়েজুল হক (স্বতন্ত্র), মো. শাহ জালাল শামীম (স্বতন্ত্র), মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), ইয়াছমিন আক্তার পপি (স্বতন্ত্র), মাওলানা দেলোয়ার

হোসেন (স্বতন্ত্র), নূরুল ইসলাম মুকুল মৃধা (স্বতন্ত্র); ঝালকাঠি-২ আসনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (আওয়ামী লীগ), ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (বিএনপি), জিবা আমিনা খান (বিএনপি), মুফতি মাওলানা ফয়জুল করীম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জাহাঙ্গীর হোসেন খান (এনপিপি), এম এ কুদ্দুস খান (জাতীয় পার্টি এরশাদ), জাহান শাহ কবির পারভেজ (গণফোরাম)।

মেহেরপুর : মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর-১ আসনে (সদর ও মুজিবনগর) বিএনপির মাসুদ অরুণ, জাকির হোসেন, বিএনপির আবদুর রহমান, আওয়ামী লীগের ফরহাদ হোসেন, অ্যাডভোকেট মিয়াজান আলী, জয়নাল আবেদীন, প্রফেসর আবদুল মান্নান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির আবদুল হামিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল কালাম কাসেমী, জাকের পার্টির সাইদুল আলম, জামায়াতের আমির তাজউদ্দিন আহমেদ খান, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ লীগের হাবিবুর রহমান। মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের সাহিদুজ্জামান খোকন, এম এ খালেক, আহমেদ আলী, মোখলেসুর রহমান মুকুল, নূরজাহান বেগম, ওয়াসিম সাজ্জাদ লিখন, বিএনপির আমজাদ হোসেন, জাভেদ মাসুদ মিল্টন, মেজর (অব.) শরিফ হোসেন মুকুল, ওয়ার্কার্স পার্টির নূর আহমেদ বকুল, এলডিপির আবদুল গনি, জাতীয় পার্টির সাইফুল ইসলাম সেলিম, কিতাব আলী, এনডিএম পার্টির জাভেদুর রহমান জনি, জাকের পার্টির আলী আকবর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলের আলিমুজ্জামান ও স্বতন্ত্র মকবুল হোসেন।

কালকিনি (মাদারীপুর) : মনোনয়নপত্র জমা দিয়েছেন মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ।

ভোলা : মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোলা-১ সদর আসনে তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি), রেবা রহমান (বিজেপি), গোলাম নবী আলমগীর (বিএনপি), হায়দার আলী লেনিন (বিএনপি), মাওলানা ইয়াছিন নবীপুরী (ইসলামী শাসনতন্ত্র), কেফায়েতুল্লাহ নজিব (জাপা)। ভোলা-২ আসনে আলী আজম মুকুল (আওয়ামী লীগ), হাফিজ ইব্রাহীম (বিএনপি), ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), হুমায়ুন কবির সেলিম (স্বতন্ত্র), ওবায়দুর রহমান (ইসলামী শাসনতন্ত্র)। ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামী লীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), অ্যাডভোকেট কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র), নুরুন্নবী সুমন (জাপা)। ভোলা-৪ আসনে আবদুুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ), নাজিম উদ্দিন আলম (বিএনপি), নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মাওলানা মহিবুল্লাহ (ইসলামী শাসনতন্ত্র) ও এম এ মান্নান (জাপা)।

বদরগঞ্জ (রংপুর) : মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, বিএনপির মোহাম্মদ আলী সরকার ও মাহমুদ-উন নবী ডন, স্বতন্ত্র আনিছুল ইসলাম মণ্ডল ও বিশ্বনাথ সরকার বিটু।

মাদারীপুর : মনোনয়নপত্র জমা দিয়েছেন মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের নূর-ই-আলম লিটন চৌধুরী, বিএনপির সাজ্জাত হোসেন লাভলু সিদ্দিকী, নাদিরা মিঠু চৌধুরী, জাতীয় পার্টির জহিরুল ইসলাম মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ আবু জাফর ও জাকের পার্টির শাহ নেওয়াজ। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের শাজাহান খান, আল-আমিন মোল্লা, বিএনপির মিল্টন বৈদ্য, জাহান্দার আলী জাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা লোকমান হোসেন জাফরী, জাকের পার্টির আসাদুজ্জামান আকন ও স্বতন্ত্র আবদুল কাদের মোল্লা। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ, বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার, জাতীয় পার্টির আবদুুল খালেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

সিলেট : মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড. এ কে আবদুল মোমেন, বিএনপির ইনাম আহমদ চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির, বাসদের প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্ক্সবাদী) উজ্জ্বল রায়, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ। সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া, স্বতন্ত্র আবদুর রব মল্লিক, গণফোরামের মোকাব্বির খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন, এনপিপির মনোয়ার হোসেন, স্বতন্ত্র ড. এনামুল হক সরদার। সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বিএনপির এম এ হক, শফি আহমদ চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম ও কাইয়ুম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নজরুল ইসলাম। সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ, বিএনপির দিলদার হোসেন সেলিম ও সামছুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আতাউর রহমান, জাপার আশিক আলী। সিলেট-৫ আসন আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, স্বতন্ত্র ফয়জুল মুনীর, ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী, জামায়াতের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপির মামুনুর রশীদ মামুন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সিলেট-৬  আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও হেলাল খান, বিকল্পধারার শমসের মবিন চৌধুরী, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা অ্যাডভোকেট আবদুুর রকিব মনোনয়নপত্র দাখিল করেন।

নারায়ণগঞ্জ : মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মহাজোটের গোলাম দস্তগীর গাজী, বিএনপির তৈমূর আলম খন্দকার ও কাজী মনিরুজ্জামান। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মহাজোটের নজরুল ইসলাম বাবু, বিএনপির মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদ ও আতাউর রহমান খান আঙ্গুর। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের লিয়াকত হোসেন খোকা, বিএনপির আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী শামীম ওসমান, বিএনপির অধ্যাপক মামুন মাহমুদ, মো. শাহআলম ও স্বতন্ত্র গিয়াসউদ্দিন। নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মহাজোটের সেলিম ওসমান, বিএনপির আবুল কালাম ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

দাউদকান্দি (কুমিল্লা) : মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা ১ আসনের আওয়ামী লীগের সুবিদ আলী ভূইয়া।

বাউফল (পটুয়াখালী) : মনোনয়নপত্র জমা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের আ স ম ফিরোজ, অ্যাডভোকেট শামসুল হক রেজা খন্দকার, বিএনপির শহিদুল আলম তালুকদার, মুহাম্মদ মুনির হোসেন, সালমা আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. নজরুল ইসলাম।

রাঙামাটি : মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দীপংকর তালুকদার, স্বতন্ত্র আশীষ দাশগুপ্ত, অমর কুমার দে, বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও মণিস্বপন দেওয়ান, স্বতন্ত্র ঊষাতন তালুকদার, শরেজ্যাতি চাকমা, মনিন্দ্র তালুকদার, বাবুল চাকমা, জাতীয় পার্টি (এরশাদ) অ্যাডভোকেট পারভেজ তালুকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা।

নড়াইল : মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মাশরাফি বিন মর্তুজা,  কবিরুল হক মুক্তি, বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন। কালিয়া-১ আসনে জাসদের শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) ওমর আলী, জাতীয় পার্টির মিল্টন মোল্যা। নড়াইল-২ আসনে বিএনপির শরীফ কাসাফুদ্দোজা কাফী, মুফতি শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

হবিগঞ্জ : মনোনয়নপত্র জমা দিয়েছেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, স্বতন্ত্র আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গণফোরামের ড. রেজা কিবরিয়া, বিএনপির আলহাজ শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র এম এ মুনিম চৌধুরী বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফ আহমদ, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট নুরুল হক, বাসদের চৌধুরী ফয়সল শোয়েব, ইসলামী ফ্রন্টের বদরুর রেজা সেলিম। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবদুল মজিদ খান, বিএনপির ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, স্বতন্ত্র জাকির হোসেন, জাতীয় পার্টির শংকর পাল, স্বতন্ত্র সাংবাদিক আফছর আহমেদ রূপক, খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ, মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী আন্দোলনের মাও. এ জে মাসুদ, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরেস দেবনাথ। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আবু জাহির, বিএনপির আলহাজ জি কে গউছ, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, জাপার আতিকুর রহমান আতিক, গণফোরামের অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, ইসলামী আন্দোলনের মুহিব উদ্দিন আহমেদ সুহেল, সিপিবির পিযুষ চক্রবর্তী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবদুল কাদির। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মাহবুব আলী, বিএনপির সৈয়দ ফয়সল, বাংলাদেশ খেলাফত মজলিসের ড. আহম্মদ আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শেখ মো. শামছুল আলম, ইসলামী ফ্রন্টের এম এ মুনিম ও মাওলানা মোহাম্মদ জাকির খান।

বরগুনা : মনোনয়নপত্র জমা দিয়েছেন বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (আওয়ামী লীগ), জাহাঙ্গীর কবির (আওয়ামী লীগ), মতিয়ার রহমান তালুকদার (বিএনপি), নজরুল ইসলাম মোল্লা (বিএনপি), মাওলানা অলি উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাসুদ কামাল (এনপিপি), রফিকুল ইসলাম (ইসলামী ঐক্যজোট), খলিলুর রহমান খান (বিএনএফ), শাহ মোহাম্মদ আবুল কালাম (তরিকত ফেডারেশন)। বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে শওকত হাচানুর রহমান রিমন (আওয়ামী লীগ), অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (বিএনপি), নুরুল ইসলাম মনি (বিএনপি), গোলাম সরোয়ার হিরু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মিজানুর রহমান (জাতীয় পার্টি), মিজানুর রহমান (এনপিপি), সালাউদ্দিন (প্রগতিশীল গণতান্ত্রিক দল), বশির উদ্দীন বিশ্বাস (ইসলামী ঐক্যজোট), নুরুল ইসলাম পান্না (বাংলাদেশ জাতীয় পার্টি, মতিন), জাকির হোসেন (বিএনএফ)।

রাজশাহী : মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক এবং তার স্ত্রী আভা হক। রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, সাঈদ হাসান। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন। রাজশাহী-৪ আসনে বিএনপির আবু হেনা, নাদিম মোস্তফা, সিপিবির কমরেড এনামুল হক। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের শাহরিয়ার আলম।

খুলনা : মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-১ আসনে আওয়ামী লীগের পক্ষে পঞ্চানন বিশ্বাস, স্বতন্ত্র ননীগোপাল মণ্ডল, বিএনপির আমীর এজাজ খান ও জাতীয় পার্টির সুনীল শুভ রায়। খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহ উদ্দিন ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ানসহ ৭ জন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : মনোনয়নপত্র জমা দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, বিএনপির জাহিদুর রহমান জাহিদ, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, বিকল্পধারা বাংলাদেশের এস এম খলিলুর রহমান সরকার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাফি আল আসাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র ইমদাদুল হক, গোপাল চন্দ্র রায়, রাজেন্দ্রনাথ রায় ও ব্যবসায়ী আবদুল জলিল।

মৌলভীবাজার : মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন, বিএনপির এবায়দুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন। মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের সুলতান মনসুর আহমেদ, বিকল্পধারার  এম এম শাহীন, স্বতন্ত্র আবদুল মতিন, জাতীয় পার্টির মাহবুবুল আলম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোছাইন রহমানী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রশান্ত দেব ছানা। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নেছার আহমদ, বিএনপির এম নাসের রহমান, রেজিনা নাসের, বাসদের মঈনুর রহমান মগনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের লুত্ফুর রহমান কামালী, খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল, ডি এন এফের আশা বিশ্বাস, স্বতন্ত্র মো. আছলাম ও  আবদুল মুছাব্বির। মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের মো. আবদুস শহীদ, বিএনপির মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মুঈদ আশিক চিশতী, গণফোরামের শান্তিপদ ঘোষ, জাকের পার্টির আবদুুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদশের ছালাউদ্দিন।

কুষ্টিয়া : মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের আ ক ম সরওয়ার জাহান বাদশা, রেজাউল হক চৌধুরী, আফাজ উদ্দিন আহমেদ, জাসদের শরিফুল কবির স্বপন, বিএনপির রেজা আহমেদ বাচ্চু, আশরাফুজ্জামান (বিএনএফ), আবদুল খালেক (মুসলিম লীগ), মাওলানা নাজমূল হুদা (ইসলামী আন্দোলন), অধ্যক্ষ রেজাউল হক (জাসদ বাদল-আম্বিয়া) ও সাহানা সুলতানা শীলা (কল্যাণ পার্টি) ও শাহরিয়ার জামিল (জাপা)। কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিংকন (জাতীয় পার্টি-জাফর), বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ফরিদা ইয়াসমীন, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু, বিএনএফের সাইফুল ইসলাম, এনপিপির  মোহাম্মদ সোহাগ হোসেন, সিপিবির ওয়াহিদুজ্জামান, জামায়াতের আবদুল গফুর, স্বতন্ত্র শহীদুল ইসলাম। কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, বিএনপির অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জাকির হোসেন সরকার, সম্মিলিত বাম দলের শফিকুর রহমান শফি, বিএনএফের আশাদুল হক, ইসলামী আন্দোলনের মওলানা মুলতান। কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের সেলিম আলতাফ জর্জ, বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জাতীয় পার্টির (এরশাদ) সুমন আশরাফ, জাসদের (ইনু) রোকনুজ্জামান রোকন, এনপিপির তাছির উদ্দিন ও বিএনএফের আওলাদে পীরজাদা ইদ্রীস।

ফরিদপুর : মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের কাজী কেরামত আলী, জাতীয় পার্টির আক্তারুজ্জামান হাসান, বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও অ্যাডভোকেট আসলাম মিয়া এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জুয়েল রানা (কৃষক শ্রমিক জনতা লীগ), নাজমুল হক খান (ন্যাশনাল পিপলস পার্টি)।  রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের জিল্লুল হাকিম, অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম (জাতীয় পার্টি), বিএনপির নাসিরুল হক সাবু, হারুন অর রশীদ ও অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান। এ ছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন নুর মোহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুশান্ত কুমার বিশ্বাস (জাসদ ইনু), নুরউদ্দিন মিয়া (স্বতন্ত্র), নাজমুল হাসান (সাংস্কৃতিক মুক্তি জোট), ইমামুজ্জামান (গণফোরাম), ছদরুল আমিন হাবিব (জাসদ রব)।

যশোর : মনোনয়নপত্র জমা দিয়েছেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি ও আবুল হাসান জহির এবং জামায়াতের মাওলানা আজিজুর রহমান। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) মো. নাসির উদ্দীন, বিএনপির মো. ইসহাক ও সাবিরা নাজমুল মুন্নি, ইসলামী ঐক্যজোটের মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি, ন্যাপের অ্যাডভোকেট এনামুল হক, জামায়াতের মুহাদ্দিস আবু সাঈদ ও স্বতন্ত্র মনিরুল ইসলাম মনির। যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ ও শাহীন চাকলাদার, বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ও সৈয়দ সাবেরুল হক সাবু, জেএসডির বিপ্লব আজাদ, জাপার জাহাঙ্গীর হোসেন, বিএনএফের প্রশান্ত বিশ্বাস, বিকল্পধারার মারুফ হাসান কাজল ও জাসদের (ইনু) রবিউল আলম। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা) আসনে আওয়ামী লীগের রণজিত কুমার রায়, বিএনপির টি এস আইউব, তানিয়া রহমান ও ফারাজি মতিয়ার রহমান, জাপার জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ইকবাল কবির জাহিদ, জেএসডির (রব) মো. আবদুুস সালাম, জাপার সাব্বির আহমেদ, বিএলডিপির নাজিম উদ্দীন আল আজাদ এবং ঐক্যফ্রন্টের সুকৃতি মণ্ডল। যশোর-৫ (মণিরামপুর উপজেলা) আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, বিএনপির শহীদ ইকবাল, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, জাগপার নিজাম উদ্দিন অমিত, জামায়াতের গাজী এনামুল হক (স্বতন্ত্র) ও কামরুল হাসান বারী (স্বতন্ত্র)। যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক ও শাহীন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ, অমলেন্দু দাস অপু ও আবদুস সামাদ বিশ্বাস, ইসলামী আন্দোলনের মাওলানা ইউসুফ আলী বিশ্বাস, জাকের পার্টির শেখ শাহিদুজ্জামান, বিএনএফের প্রশান্ত বিশ্বাস, জামায়াতের অধ্যাপক মোক্তার আলী, জাপার অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু ও নুরুল ইসলাম খোকন (স্বতন্ত্র)।

সর্বশেষ খবর