বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর কারাদণ্ড

বনানীর ডিসিসি সুপার মার্কেট হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টে কার পার্কিং ইজারায় দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান খান এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত অন্য তিন আসামি হলেন— সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক। খোকাকে কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা এবং বাকি তিনজনকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের কেউ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার শেষ হয়েছে। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদক এ মামলা করে। ওই বছরের ৮ নভেম্বর দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালে দরপত্র ডাকা হয়। জমা পড়া চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামের একজন বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। তৎকালীন মেয়র খোকা অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইজারার কার্যক্রম  স্থগিত করেন।

 এ কারণে ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকার রাজস্ব ক্ষতি হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ২০১৫ সালের ২৯ নভেম্বর আদালত এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

সর্বশেষ খবর