বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি জঙ্গিবাদে জড়িত অনেককে মনোনয়ন দিয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি, বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। সে কারণেই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত অনেককেই মনোনয়ন দিয়েছে। এখনো ঘোষণা তারা করেননি, তবে এটাই স্বাভাবিক ব্যাপার যে এরা মনোনয়ন পাবে। এতে অবাক হওয়ার কিছু নেই। গতকাল বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জঙ্গিদের পেছনে অর্থ ঢালার অভিযোগে বিচারের মুখে থাকা ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না— বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, আমি জানি না কী কারণ, কারণ তো আছে। সেটা সময়মতো প্রকাশ হবে। আর কামাল হোসেনকে তো ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলা হচ্ছে। কিন্তু কে তাদের প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নটার উত্তর আজও জানা যায়নি। মানুষ স্বাভাবিক কারণে মনে করেছিল ড. কামাল হোসেন পিএম ফেইস। মানুষের সে ধারণার অবসান হলো। এখন কে ঐক্যফ্রন্টের পিএম ফেইস এটা আবারও জানতে ইচ্ছা করছে। একটা দল একটা জোট নির্বাচন করছে, সামনে কে কে লিড দিচ্ছে। কোন ফেইসটাকে কেন্দ্র করে দেশের মানুষ পরবর্তী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে সে কথা আজও জানা গেল না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে কিনা জানতে চাইলে কাদের বলেন, হ্যাঁ করতেই পারে। কারণ তারা তো নির্বাচনের এক মাস আগেও প্রধান নির্বাচন কমিশনের পরিবর্তন চায়। এ ধরনের দাবি কি কোনোভাবে যৌক্তিক? এ ধরনের দাবি উত্থাপনের অর্থ হচ্ছে- নির্বাচনে যাওয়া নিয়ে তাদের যে প্রার্থিতা মনোনয়ন দিয়ে যাচ্ছেন, সেখানে একটা প্রশ্ন থেকে যায় তারা কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চান নাকি নির্বাচন বানচাল করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচন পরিচালনার জন্য দক্ষ এবং অভিজ্ঞ যে নেতৃত্ব, তারা সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করত। কিন্তু এবার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়ে ভারতের বিজেপিসহ অনেক রাজনৈতিক দলের মতো নেতাদের নির্বাচনের বাইরে রেখেছেন। ‘আমরাও এবার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক নির্বাচন পরিচালনার সঙ্গে থাকবেন। এ ব্যাপারে গতকাল তাদের আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী ডেকে কিছু পরামর্শ দিয়েছেন, আরও দেবেন। গণতান্ত্রিক রাজনীতিতে সবাই নির্বাচন করেন না। ভারতের অনেকেই কিন্তু দলকে সহযোগিতা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

সর্বশেষ খবর