বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক আসবে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক আসবে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এইচ টি ইমাম বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তাবিধান করা আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা আগে থেকে তালিকা দিয়ে জানাবেন, কোথায় কী কী কাজ করবেন।’ সৌজন্য সাক্ষাৎ করতে আসা ওই দুই কর্মকর্তা হলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার ও দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মন দস্তগীর। আওয়ামী লীগের পক্ষে এইচ টি ইমাম ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও আন্তর্জাতিক উপকমিটির সদস্য ড. সেলিম মাহমুদ। বৈঠকে আলোচনা প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন “আমরা অত্যন্ত খুশি। তোমরা সংলাপ করেছ”।’ তিনি জানান, ‘বৈঠকে তাদের জানানো হয়, যে প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি সব পালন করছি।

সর্বশেষ খবর