শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টর্চলাইট মেরেও জামায়াতে মুক্তিযোদ্ধা মিলবে না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

টর্চলাইট মেরেও জামায়াতে মুক্তিযোদ্ধা মিলবে না

জামায়াত দেশের শত্রু, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। দলটিতে দু-একজন মুক্তিযোদ্ধা থাকলেও অন্ধকারে টর্চলাইট দিয়ে খুঁজেও তাদের পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল নগরীর টিলাগড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। গত বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘কেউ যুদ্ধাপরাধ না করলে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে সমস্যা কী? জামায়াতে অনেক মুক্তিযোদ্ধা আছে।’ এদিকে বৃহস্পতিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ইনাম আহমদ চৌধুরী বাসায় গিয়ে সাক্ষাৎ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ইনাম চৌধুরীর সাথে আমাদের তিন প্রজন্মের পারিবারিক সম্পর্ক। ইনামের বাবা চাকরি শুরু করেন আমার দাদার সঙ্গে। ইনামের বড় ভাই ফারুক চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু। ইনামের সঙ্গে সম্পর্ক এত সহজে কাটবে না। চিরদিনই থাকবে। নির্বাচন করছে আরেক দলে তো কী হয়েছে।’ সাক্ষাৎকালে ইনাম চৌধুরীর সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভদ্রভাবে সে অভিযোগ করেছে তার নেতা-কর্মীদের পুলিশ হয়রানি করছে। আমি বলেছি, পুলিশের একটি ব্ল্যাক লিস্ট থাকে। সেটা অনুযায়ী তারা অভিযান চালায়, গ্রেফতার করে।

সর্বশেষ খবর