মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি নয়

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি নয়

রাজস্ব আদায় করতে গিয়ে কর্মকর্তাদের মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি না করার নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে আইনগতভাবে রাজস্ব আদায় করতে হবে। কোনো প্রকার নির্যাতন নিষ্পেষণের জায়গায় যেন আমরা না যাই। দেশের উন্নয়নে রাজস্ব আদায়ের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ভ্যাট-ট্যাক্স প্রদান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করছি। গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবন প্রাঙ্গণে আয়োজিত জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অভিনেতা আফজাল হোসেন ও চিত্রনায়ক ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ, রেজাউল হাসান ও শাহনাজ পারভীন প্রমুখ। এবার ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’— স্লোগানে ভ্যাট দিবস ও সপ্তাহ ঢাকাসহ সারা দেশে পালন করছে সরকার। মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, ব্যবসায়ীরা জনগণের কাছ থেকে যে ভ্যাট আহরণ করছে, তা সঠিকভাবে সরকারের কোষাগারে জমা হলে, আরও বেশি রাজস্ব পেত সরকার।

সর্বশেষ খবর