মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আরও পাঁচ বছর আওয়ামী লীগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

বিজয় দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

আরও পাঁচ বছর আওয়ামী লীগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন —বাসস

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আরও পাঁচ বছর সরকারে থাকা প্রয়োজন। সেজন্য আমি বাঙালি জাতির কাছে, বাংলাদেশের জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাই। এ কারণে যে, বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন কেউ কেড়ে নিতে না পারে।’ গতকাল আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়  শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঐক্যফ্রন্ট             হয়েছে। তারা নাকি সরকার গঠন করবে। সরকারের প্রধান কে হবে, তা আজ পর্যন্ত জাতির সামনে দেখাতে পারেনি। এতিমের টাকা আত্মসাৎকারী; সে হবে? না ওই ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত আসামি, সে হবে? না যাদের যুদ্ধাপরাধী হিসেবে সাজা দিয়েছি তাদের কাউকে করবে? সেটা তো তারা স্পষ্ট করে বলেননি, সে কথা তো দেশবাসী জানে না। তিনি বলেন, আমি একটা কথাই বলব, নৌকা মার্কায় ভোট চাই। দেশের সেবা করে, দেশকে আমরা উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। আমার বিশ্বাস আছে, বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেবে। স্বাধীনতাবিরোধী, খুনি, বুদ্ধিজীবী হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, অস্ত্র চোরাকারবারি, সাজাপ্রাপ্ত খুনি আসামি কখনো এই দেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ইশতেহারে দেখলাম, ‘১০ বছরের স্বেচ্ছাচারিতাকে’ তারা পরিবর্তন করবেন। পরিবর্তন কি জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, মানি লল্ডারিং, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশে আবার সন্ত্রাস, আবার ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা, নির্বাচনের আগে প্রহসন, দেশকে সম্পূর্ণভাবে আবার একেবারে অন্ধকার যুগে নিয়ে যাওয়া? এ পরিবর্তনটা তারা আনতে চান? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৪৭ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ৪৭ বছরের মধ্যে ২৯ বছরই তো এরা ক্ষমতায় ছিল। কী দিয়েছিল মানুষকে? কী পেয়েছে মানুষ? মানুষ কিছু না পেলেও ওই বিএনপি-জামায়াত জোট তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। যাদের কথা শুনেছি, ভাঙা সুটকেস-ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছুই নেই। তারা তো কত সম্পদের মালিক...। সম্পদ শুধু দেশে নয়, বিদেশেও। ঘুষ-দুর্নীতি করে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। ঐক্যফ্রন্টের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা এক হয়েছে তারা কারা। একদিকে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী। সেই যুদ্ধাপরাধীদের সন্তানরা কীভাবে মনোনয়ন পায়? কীভাবে তারা এমপি হয়? যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। তাদের দোসর কারা? যারা তত্ত্বকথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, আমি আর কারও নাম নিতে চাই না। তাদের নাম নিতে গেলে মনে হয় যেন এ নামই মুখে আনা উচিত নয়। আমার তাদের জন্য করুণা হয়। কারণ তারা দিকভ্রষ্ট, তারা ভ্রষ্ট হয়ে গেছে। তাদের আর কোনো নীতি নেই। নীতিভ্রষ্ট। কাজেই এই নীতিহীন, আদর্শহীন এরা কখনো মানুষকে কিছু দিতে পারে না। পারেনি। ভবিষ্যতেও পারবে না। এরা বাংলাদেশের আদর্শেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাংবাদিককে ‘অভয়’ দিলেন প্রধানমন্ত্রী : শহীদ বুদ্ধিজীবী দিবসে ড. কামাল হোসেনকে প্রশ্ন করা যমুনা টিভির সাংবাদিক ভাস্কর ভাদুড়ীকে অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হয়ে যাওয়ার পথে ডেকে নিয়ে ওই সাংবাদিককে তার স্বাভাবিক কাজ নির্ভয়ে চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে ভাস্কর ভাদুড়ী বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চাইলেন, সেদিন কী হয়েছিল। আমি বিস্তারিত বললাম। তখন তিনি বললেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও। প্রধানমন্ত্রী আরও বলেছেন, উনারা যদি এভাবে সাংবাদিকদের খামোশ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাক-স্বাধীনতা নিশ্চিত করবেন তা মানুষের জানা হয়ে গেছে।’

সর্বশেষ খবর