মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টি-২০ তে সেই বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাকিব একাই করলেন ৬১। বাকি ১০ ব্যাটসম্যানের সংগ্রহ ৬০। দলের মোট স্কোর মাত্র ১২৯। স্কোর বোর্ডের অবশিষ্ট ৮ রান এসেছে ওয়াইড, নো, লেগ বাই ও বাই থেকে। টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোর আকাশসম নয়, মামুলী। জয়ের জন্য এই স্কোর তাড়া করার দৌড়ে ৫৫ বল হাতে রেখে হাসতে হাসতে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১২০ বলের ইনিংসে আর কখনোই ৫৫ বল অব্যবহৃত রাখেনি। ৮ উইকেটের সহজ জয়ে ক্যারিবীয়রা তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে এগিয়ে গেছে। অথচ দুর্দান্ত ক্রিকেট খেলে টেস্ট ও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। কাল দুই ফরম্যাটের ছিটেফোঁটাও দেখা মিলেনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একতরফা ম্যাচে সতীর্থদের ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় হতাশ টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখি না হলেও পুরস্কার বিতরণীতে উপস্থিত থেকে দুষেছেন সঙ্গীদের। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে। টেস্টে হোয়াইট ওয়াশ এবং ওয়ানডে সিরিজ জয় ২-১ ব্যবধানে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগাররা গতকাল খেলতে নামে টি-২০ সিরিজে। কিন্তু ক্যারিবীয়দের বাউন্সের বিপক্ষে সাকিব ছাড়া তাল মেলাতে পারেননি তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহরা। সাকিব তার স্বভাবসূলভ ভঙ্গীতে ৬১ রানের ইনিংস খেলেন ৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায়। বিশ্বসেরা অলরাউন্ডারের আগ্রাসী ব্যাটিংয়েই বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৯ রান। যদিও ইনিংসের বাকি ছিল এক ওভার। দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে লেট মিডল অর্ডার আরিফুল হকের ব্যাট থেকে। সাকিব একাই হাঁকিয়েছেন ৮ চার। দলের অপরাপর ব্যাটসম্যানরা মেরেছেন ৭ চার। কোটরেল, পলদের সঙ্গে শুধু ব্যাটসম্যানরাই পেড়ে উঠেননি, শেই হোপ, পুরান, পলদের আগ্রাসনের সঙ্গে পেড়ে উঠেননি টাইগার বোলাররাও। ক্যারিবীয়রা এতটাই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন যে, প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে স্কোর বোর্ডে জমা হয়ে যায় ৯১ রান। ওয়ানডে সিরিজ সেরা হোপ কালও দারুণ ব্যাটিং করে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ২৩ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ৬টি ছক্কা। প্রতিপক্ষের বিপক্ষে এমন অসহায় পারফরম্যান্সে বিরক্ত সাকিব বলেন, ‘আজ টস ছাড়া বাকি সবকিছুই বাজে হয়েছে। ভালো ব্যাটিং করতে পারিনি। বোলিংও  ভালো হয়নি। এমন উইকেটে ১৭৫ রান করা উচিত ছিল। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করুন, কেন ভালো ব্যাটিং করতে পারেননি। সবার পক্ষে আমি উত্তর দিতে পারব না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর