মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ নতুন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। এ সময় তাঁকে রাষ্ট্রদূত জানান, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তার দেশ প্রত্যাশা করছে। সূত্র : বাসস।

গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে মার্কিন রাষ্ট্রদূতের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য তার দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে। মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ : ঢাকায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেনড্রিকাস জি জে হ্যারি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি ব্যবস্থাপনা এবং নদীর ভাঙনরোধ, বিশেষ করে ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। রাষ্ট্রদূত হ্যারি মিয়ানমারকে বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর