বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

উইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টি-২০ আজ

মেজবাহ্-উল-হক

নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন দুই দলের অধিনায়কের মিডিয়ার সামনে আসার কথা। কিন্তু সিলেট থেকে ঢাকায় এসে সে কথা যেন বেমালুম ভুলে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। টাইগার দলপতি সাকিব আল হাসান মাঠে এসেও মিডিয়া ফেস করতে পাঠানো হলো সৌম্য সরকারকে, আর ক্যারিবীয়রা পুরো বিকাল অনুশীলন করলেও কাউকে পাঠানোর প্রয়োজনই মনে করল না! তবে আজকের ম্যাচ নিয়ে দুই দলই বেশ মরিয়া। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় আজ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। সব শেষ সিরিজে তারা ঘরের মাঠেও (বেসেটেরে-তে) প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশের বিরুদ্ধে, তারপর ফ্লোরিডায় টানা দুই ম্যাচে হেরেছিল। তাই আজকের ম্যাচ নিয়ে বেশ সতর্ক সফরকারীরা। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল সাই হোপ ও কটরেলের কাছে। ক্যারিবীয় ওপেনার রয়েছেন ফর্মের তুঙ্গে। ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরির পর প্রথম টি-২০তে ঝড়ো হাফ সেঞ্চুরি করেছেন হোপ। আর কটরেল একাই চার উইকেট নিয়ে সাকিবদের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়েছেন। এই দুই খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে বাংলাদেশ। অবশ্য টি-২০তে পুরো ক্যারিবীয় দলটাই ভয়ঙ্কর। কোন দিন কে দানবীয় ভূমিকায় আবির্ভূত হবেন বলা কঠিন! তাই পুরো দল নিয়েই সতর্ক স্টিভ রোডসের শিষ্যরা।

বাংলাদেশের স্পিন সহায়ক কন্ডিশনে স্পিনের বিরুদ্ধে বেশি স্বাচ্ছন্দ্য ব্যাটসম্যানরা। কিন্তু প্রথম ম্যাচে ক্যারিবীয় বোলারদের গতির বিরুদ্ধে ঠিকমতো খেলতেই পাচ্ছিলেন না তামিমরা। শট বলেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ক্যারিবীয় বোলারদের মতো বাংলাদেশের বোলাররা ‘ডট বল’ও করতে পারেননি। তাই বলে প্রথম ম্যাচের কথা চিন্তা করে হতাশ হতেও চান না সাকিবরা। বরং ক্যারিবীয়দের বিরুদ্ধে খেলা সব শেষ সিরিজ থেকেই উজ্জীবিত হতে চায় বাংলাদেশ। বেসেটেরে (সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী) যেন টাইগারদের কাছে এখন সিলেট, আর ঢাকাকে ফ্লোরিডা মনে করেই খেলতে আজ নামছেন টাইগাররা!

সর্বশেষ খবর