বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লতিফ সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

টাঙ্গাইল প্রতিনিধি

লতিফ সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

তিন দফা দাবিতে আমরণ অনশনের চতুর্থ দিনে গতকাল টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী লায়লা সিদ্দিকী জানান, সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে লতিফের নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর হয়। হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন লতিফ।

পুলিশ মঙ্গলবার বিকাল পর্যন্ত চারজনকে আটক করলেও লতিফের অন্য দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কর্মী-সমর্থকরা শুরুতে লতিফ সিদ্দিকীর জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁবু খাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় নেওয়া হয়। ওষুধ না খাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার তার ৮২তম জন্মদিনটি জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দাতেই কাটে। গতকাল ভোরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর