শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার উড়ে গেল উইন্ডিজ

রানের পাহাড় গড়ে জয় টাইগারদের

মেজবাহ্-উল-হক

এবার উড়ে গেল উইন্ডিজ

ব্যাটিংয়ে লিটন দাসের সাইক্লোন শেষ হয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ের মধ্য দিয়ে। আর বোলিংয়ে টাইগার ক্যাপ্টেন যেন একাই একশ। মাত্র ২১ রানে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দিলেন ৩৬ রানের দারুণ এক জয়। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাকিব। দুরন্ত এই জয়ের সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচটি এখন ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধোনা করে বাংলাদেশ ৪ উইকেটে করেছিল ২১১ রান। তারপর ক্যারিবীয়দের ১৭৫ রানে দিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গতকাল টাইগাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২০১৩ সালে বাংলাদেশের বিরুদ্ধেই ২০৪ রান করেছিল নিউজিল্যান্ড। তবে টি-২০-এর ইতিহাসে টাইগারদের দলীয় দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আর মাত্র ৫ রান করতে পারলেই নিজেদের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড হতো। টি-২০-তে সাকিবদের দলীয় সর্বোচ্চ স্কোর ২১৫ রান, নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিল টাইগাররা। তবে কাল নতুন রেকর্ড গড়ার দারুণ সুযোগ ছিল। টাইগাররা ২০০ রান করেছিল ১১৩ বলেই। শেষের ১৭ বলে আসে মাত্র ১১ রান। গতকাল লিটন-সৌম্যর জুটিতে এসেছিল ৩৪ বলে ৬০ রান, সাকিব-মাহমুদুল্লাহর পার্টনারশিপে মাত্র ৪২ বলে অপরাজিত ৯১ রান। এই দুই জুটিই গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০-তে বাংলাদেশ রানের পাহাড়ে পৌঁছে দেয়। লিটন চারটি বিশাল ছক্কা ও ছয় বাউন্ডারিতে মাত্র ৩৪ বলে খেলেছেন ৬০ রানের সাইক্লোন ইনিংস। এ ছাড়া মাহমুদুল্লাহ ২২ বলে অপরাজিত ৪৩ এবং সাকিব ২৬ করে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেছেন। এ ছাড়া সৌম্যের ২২ বলে ৩২ এবং তামিমের ১৬ বলে ১৫ রান। তবে ২১২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয়রাও দারুণ ব্যাটিং করেছেন। পাওয়ার প্লেতে তারা ৭০ রান তুলে ছিলেন। কিন্তু উইকেট বেশি পড়ে যাওয়ায় রানের গতি ধরে রাখতে পারেননি। ১৯.২ ওভারে তার অলআউটই হয়ে যায়। বড় জয় পায় সাকিবরা। ওই সিরিজের প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাজধানী বেসেটেরেতে হারের পর আমেরিকার ফ্লোরিডায় প্রথম ম্যাচে সাকিবের ব্যাট-বলের জাদুতে জিতেছিল বাংলাদেশ। এই সিরিজেও তাই। বিশ্বসেরা অলরাউন্ডারের ক্যারিশমায় সিরিজে ফিরল টাইগাররা। ফ্লোরিডার চিত্রনাট্যই যেন ঢাকায় পুনরায় মঞ্চায়িত হলো। এখন ফ্লোরিডার পাণ্ডুলিপি অনুসরণ করে ঢাকায় সিরিজের পরিসমাপ্তি ঘটাতে চাচ্ছে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর