শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে দৃষ্টি রাখছে জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতিসংঘ বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমরা পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছি। যেখানেই নির্বাচন অনুষ্ঠিন হয় সেখানেই এটি খুব গুরুত্বপূর্ণ যে, তা যেন অবাধ ও সুষ্ঠু হয় এবং জনসাধারণের মতপ্রকাশের সুযোগ দেওয়া হয়।

নির্বাচনী সহিংসতায় ব্রিটেনের নিন্দা : দেশের জাতীয় নির্বাচনের প্রাক্কালে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে সে দেশের সরকারের পক্ষে ওই নিন্দা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিকবিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড। নাগরিক সমাজের কিছু সংগঠন নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ না পাওয়ার খবরেও তিনি উদ্বেগ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর