সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুরে বিশাল জনসভায় শেখ হাসিনা

নৌকায় ভাগ্য পরিবর্তন হয়

শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক, রংপুর

নৌকায় ভাগ্য পরিবর্তন হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকায় ভোট দিন, আমি আপনাদের উন্নয়ন দেব। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’ গতকাল (রবিবার) বিকালে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ জনসভায় রংপুরের বিভিন্ন আসনের আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ ছাড়া উত্তরবঙ্গে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ‘তারাগঞ্জ ডিগ্রি কলেজ’ মাঠে অপর একটি জনসভায় বক্তৃতা দেন। গতকাল সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে গিয়ে তারাগঞ্জে প্রথম জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর পীরগঞ্জের ফতেপুরে শ্বশুরবাড়ি যান তিনি। এ সময় পারিবারিক কবরস্থানে শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন শেখ হাসিনা। পীরগঞ্জের জনসভায় দলীয় সংসদ সদস্য প্রার্থী স্পিকার শিরীন শারমীন চৌধুরীকে নিজের মেয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি পেছন থেকে তাকে সাহায্য করে যাব। জয় এবং পুতুল তাকে সহায়তা করে যাচ্ছে’। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন,  ‘পীরগঞ্জে আপনারা আমাকেই ভোট দেবেন। শুধু ব্যালটে শিরীন শারমিন চৌধুরীর নাম থাকবে’। তিনি বলেন, শিরীন নির্বাচিত হলে তাকে আমরা আবারও স্পিকার করতে পারব। শিরীন যেভাবে আপনাদের জন্য কাজ করছে, আমি অতটা পারতাম না। কারণ আমার সারা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে পীরগঞ্জের ব্যাপক উন্নয়ন আমরা করেছি। আরও উন্নয়নের জন্য আমি একটা মাস্টার প্ল্যান করতে বলেছি। আজকে আমার করা ব্রিজের ওপর দিয়ে এখান থেকে আমি দিনাজপুর যাব। এভাবে সারা বাংলাদেশের উন্নয়ন করেছি আমরা। তিনি বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি। আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিলে মানুষের উন্নয়ন হয়। এই অঞ্চলে ছিল মঙ্গা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর মঙ্গা নেই। কেউ না খেয়ে নেই। পুরো রংপুর ছিল দুর্ভিক্ষ এলাকা। আমি বদরগঞ্জ এসেছিলাম। তখন দেখেছি দুর্ভিক্ষ। এখন সেই দুর্ভিক্ষ নেই। কোনোদিন যেন মঙ্গা না হয় সে জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি। আবার ক্ষমতায় গেলে কি কি করা হবে তার বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রতি উপজেলায় আধুনিক মসজিদ হবে। সুপেয় পানির ব্যবস্থা করা হবে। আমার লক্ষ্য আপনারা ভালো থাকবেন, দুই বেলা ভাত খাবেন।’ পৃথক জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ। আবার সরকার গঠনের সুযোগ দিন : দিনাজপুর প্রতিনিধি, গতকাল দিনাজপুরের বিরামপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবার সরকার গঠন করার সুযোগ দিন। যারা মানুষ খুন করে, আগুন দিয়ে মানুষ পোড়ায়, দুর্নীতি করে, তাদের আমরা চাই না। দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিককে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ, মিনি স্টেডিয়াম করা হবে।

প্রতিটি উপজেলাকে আরও সুন্দরভাবে সাজানো হবে। দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড মোড়ে, দশমাইল মোড়ে এবং চিরিরবন্দরের রানীবন্দর এলাকায় পথসভায় ভাষণ দেন শেখ হাসিনা। বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর