সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেনা মোতায়েনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যা এর আগে ছিল না।

আমরা আরও আশা করি, সেনাবাহিনীকে অবশ্যই সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

স্বাগত জানিয়েছে বিএনপি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। ভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে আশা বিএনপির। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। এতদিন এটি মোটেও বিদ্যমান ছিল না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে সারা দেশে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। যদিও বিএনপির দাবি ছিল বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের। সেনা মোতায়েনে নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ খবর