সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে হারার আগে হেরে গেছে বিএনপি : কাদের

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের এই মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত। তারা এটা বুঝে গেছে। তাই বিএনপি এখন এলোমেলো, হারার আগেই তারা হেরে গেছে। গতকাল দুপুরে নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি পাইলট হাই স্কুলে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি প্রার্থী এইচ এম ইব্রাহিম। ওবায়দুল কাদের বলেন, সবাই সতর্ক থাকবেন, নির্বাচন নিয়ে কেউ কোনো অশুভ খেলা যদি খেলতে চায়, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। তিনি ষড়যন্ত্র থেকে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। ওবায়দুল কাদের আরও বলেন, আগামীতে শেখ হাসিনা সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবে। প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে। বঙ্গবন্ধু কন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জেতার আগেই জিতবেন না। নিজেদের ভিতরের সব হিংসা ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলুন। পথসভায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, আওয়ামী লীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর