সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঞ্চনা থেকেই বাংলাদেশের সৃষ্টি

প্রতিদিন ডেস্ক

বঞ্চনা থেকেই বাংলাদেশের সৃষ্টি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির কারণ বঞ্চনা। এই বঞ্চনা থেকেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সূত্র : এনডিটিভি। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করলে যে অসন্তোষ দানা বাঁধতে পারে তা বোঝাতে গিয়ে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের উদাহরণ টানতে গিয়ে গত শনিবার লাহোরের এক অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেট তারকা এ মন্তব্য করেন। বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহকে নিয়ে বিতর্কের মধ্যে ইমরান বলেন, দুর্বলের প্রতি ন্যায়বিচার করা না হলে তা তাদের বিদ্রোহের দিকে নিয়ে যায়। পূর্ব পাকিস্তানের জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি, এটাই বাংলাদেশ সৃষ্টির পেছনে প্রধান কারণ। প্রসঙ্গত, এ মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশে কয়েকটি গরুর দেহাবশেষ পাওয়ার পর জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ তা থামাতে গিয়ে হামলার মুখে পড়ে। ওই ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যুর পর তা নিয়ে মন্তব্য করে রোষানলে পড়েন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ‘সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়’ তা নরেন্দ্র মোদি সরকারকে ‘দেখিয়ে দেবেন’ বলেও এ অনুষ্ঠানে মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, সংখ্যালঘুদের সঙ্গে কী রকম আচরণ করতে হয় মোদি সরকারকে তা দেখিয়ে দেব আমরা। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার জন্য তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানের জনক মুহাম্মদ আলী জিন্নাহর দর্শনও তাই ছিল।  সংখ্যালঘুরা যেন ‘নতুন পাকিস্তানে’ নিরাপদ, সুরক্ষিত বোধ করে ও সমধিকার পায়— তার সরকার তা নিশ্চিত করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সর্বশেষ খবর