সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন কমিশন আরও অ্যাকটিভ হোক

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন আরও অ্যাকটিভ হোক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজন সভাপতি এম. হাফিজ উদ্দিন খান বলেছেন, নির্বাচনে সহিংসতার বিষয়ে সবাই উদ্বিগ্ন। আমরা চাই, নির্বাচন কমিশন আরও অ্যাক্টিভ হোক। এ জন্য কমিশন, রাজনৈতিক দল ও সরকারের সদিচ্ছা থাকা প্রয়োজন। আশা করি, সেনাবাহিনী মোতায়েন হলে কিছু পরিবর্তন হতে পারে। নির্বাচনী মাঠ সমান হয়ে যাবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সংসদ নির্বাচন ২০১৮’ উপলক্ষে ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম. হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কম। তাদের প্রতি আস্থা বাড়ার কোনো কারণও দেখি না। সারা দেশে বিরোধী পক্ষের ওপর হামলা হচ্ছে এবং নির্বিঘ্নে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। তবে সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সব দল অংশগ্রহণ করলেই নির্বাচন সুষ্ঠু হয় না।

সর্বশেষ খবর