বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শঙ্কা কাটেনি ভোটারদের

নিজস্ব প্রতিবেদক

শঙ্কা কাটেনি ভোটারদের

খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল বলেছেন, নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। কিন্তু এখনো দেশবাসী, জনগণ ও ভোটারদের মধ্যে শঙ্কা-আতঙ্ক কাটেনি। নির্বাচনের বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে কমিশন ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। বাম জোটের পক্ষ থেকে আমরা বহু আগে থেকেই বলে আসছি দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এদেশে অতীতে হয়নি, ফলে এবারও হবে- তা জনগণ বিশ্বাস করেনি। গতকাল রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনে ‘মই’ মার্কার প্রার্থী এস এম আহসান হাবিব বুলবুলের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেন, বামপন্থিরা জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে সমান সুযোগ দূরের কথা সব বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। প্রধান বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা-গ্রেফতার চলছে। কমিশনে বার বার অভিযোগ দেওয়ার পরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মনে সন্দেহ থেকেই যাচ্ছে- আদৌ ভোট হবে কি না? হলে ভোট দিতে পারবে কিনা? এ প্রশ্ন সবার মনে। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন বাস্তবে একটি নিয়ন্ত্রিত ভোটের ছক অনুযায়ী এগোচ্ছে। কিন্তু এ রকম হলে দেশের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর