বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাস্তের পক্ষে প্রচারণায় সেলিম

নিজস্ব প্রতিবেদক

কাস্তের পক্ষে প্রচারণায় সেলিম

মহাজোট ও ঐক্যফ্রন্টের নীতিহীন রাজনীতির বিকল্প নীতি-আদর্শের রাজনৈতিক শক্তি আটদলীয় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুক্তিযুদ্ধের সপক্ষের প্রকৃত রাজনৈতিক শক্তি গড়ে তুলতে কাস্তে মার্কায় ভোট চেয়ে সেলিম বলেন, সন্ত্রাস, পেশিশক্তি, কালো টাকার মালিকদের ভোট দিলে ভোট পচে। জনগণ এবার ভোট পচাবে না। কাস্তে মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

গতকাল রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে ঢাকা-১৩ আসনে কাস্তে মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলুর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এতে বক্তব্য দেন সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, ঢাকা কমিটির নেতা হাসিনুর রহমান রুশো, আক্তার হোসেন, মনীষা মজুমদার প্রমুখ।

অন্যদিকে রাজধানীর ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনের কাস্তে মার্কার প্রার্থী আবু তাহের হোসেন বকুলের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা অধ্যাপক এম এম আকাশ। সমাবেশে কাস্তে মার্কায় ভোট চেয়ে এম এম আকাশ বলেন, কালো টাকার মালিকদের ভোট দিলে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে না। টাকা দিয়ে ভোট কেনা শুরু হয়ে গেছে। জনগণ এসব প্রত্যাখ্যান করেই কাস্তে মার্কায় ভোট দেবে। ভিশন মুক্তিযুদ্ধ ৭১-এর বাস্তবায়নে বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে কাস্তে মার্কাই একমাত্র বিকল্প। বিজয়ের মাসে ভিশন মুক্তিযুদ্ধ ৭১-এর আরেকবার বিজয়ী করুন।

এদিকে কাস্তে মার্কার পক্ষে গতকাল রাজধানীতে দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। তিনি মিরপুর, সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিন রাজধানীর পীরেরবাগ, পাইকপাড়া, কল্যাণপুর, টেকনিক্যাল এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী আবিদ হোসেন নবাবগঞ্জ-দোহার এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-২ আসনে কাস্তে মার্কার প্রার্থী সুকান্ত শফী চৌধুরী সাভার-কেরানীগঞ্জ এলাকায় গণসংযোগ করেন।

সর্বশেষ খবর